প্রমাণিত সত্য এবং মিডিয়ার কান্ড
লিখেছেন লিখেছেন হাসান কবীর ০৯ মে, ২০১৩, ০৩:৪১:৪১ দুপুর
একজন ভদ্র দাজ্জাল নামক একটি বই লিখেছেন এবং সে বইটিতে তিনি দাবী করেছেন দাজ্জাল আভির্ভূত হয়েছে। আমি তা বিশ্বাস করিনি। কারণ তিনি সেখানে মিডিয়াকে একচোখা দাজ্জাল বলে অভিহিত করেছেন।
কিন্তু তার কথা আজ বিশ্বাস করতে ইচ্ছে করে। তবে ভাষ্যটা একটু পরিবর্তন করে। আর তা হল মিডিয়া দাজ্জাল নয়, দাজ্জালের ভাই।
মিডিয়া যে দাজ্জালের ভাই তার উৎকৃষ্ট প্রমাণ আমরা বার বার পেয়েছি এবং এখনো পাচ্ছি।
যেমন ধরা যাক ইভটিজিং বিষয়টা। মিডিয়া যখন ছুটল এর পেছনে তখন সকল মিডিয়াতে শুধু ইভটিজিং ই ছিল। এরপর আবার যখন গুম হত্যার পেছনে ছুটল তখন ইভটিজিং বাদ পড়ে গেল। এই ভাবে নানা ইস্যুতে মিডিয়াগুলো একচোখা দাজ্জালের পরিচয় দিয়ে আসছে। সত্য মিথ্যার কোন ধার না ধেরে তারা পক্ষ নিয়ে একচোখা হয়ে ছুটে।
বর্তমানে হেফাজতের ব্যাপারেও মিডিয়াগুলো দাজ্জালের ভাইয়ের পরিচয় দিয়ে আসছে। যেমন ৫ মের অবরোধকালে বায়তুল মোকাররমে আগুন। আওয়ামী ক্যাডার দেবাশীষ বিশ্বাস আগুন দিয়েছে প্রকাশ হওয়ার পরও মিডিয়াগুলো হেফাজতকে দুষছে।
সরকারী বাস ডিপুতে আগুন সরকারী ক্যাডার দিয়েছে প্রমাণিত হবার পরও সেই হেফাজতকেই দোষা হচ্ছে। কেন মিডিয়ার এই বৈরী আচরণ?
বিষয়: বিবিধ
১১৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন