যে অপরাধে আমার ব্লগ বন্ধ সে অপরাধের তুলনায় হাজার গুণ বেশি অপরাধেও কেন প্রথম আলো বন্ধ হবে না?

লিখেছেন লিখেছেন হাসান কবীর ১৫ এপ্রিল, ২০১৩, ০৯:৩৯:৪২ রাত

শাহবাগ আন্দোলন যখন শুরু হয়েছিল তখন দেশের মোটামুটি সবাই একে সমর্থন জানিয়েছিল। আমিও সমর্থনকারীদের একজন। কিন্তু যখন আন্দোলনের নামে বেহায়াপনা শুরু হয় তখন আমি মুখ ফিরিয়ে নিই। এবং ব্যাপারে সামু ব্লগে বিদ্রোহীপ্রজাতে একটি পোস্ট করি। যাতে শাহবাগের অশ্লীল কর্মকান্ড সম্পর্কে ইঙ্গিত করেছিলাম মাত্র। ফলে আমার বিদ্রোহীপ্রজা ব্লগটি বন্ধ করে দেয়া হয়। আজ প্রথম আলো আমার তুলনায় হাজার গুণ বেশি অপরাধমূলক কথা প্রকাশ করলেও তার বিরুদ্ধে কোন পদক্ষেপ কেউ নিচ্ছে না।

অপরপক্ষে প্রথম আলোতে প্রকাশিত হওয়ার পর যোগাযোগ মাধ্যমগুলোতে লাকীদের নিয়ে খুব কথা হচ্ছে। লাকীদের চরিত্র নিয়ে খুব কথা হচ্ছে। কিন্তু লাকীদের যারা ব্যবহার করছে তাদের ব্যাপারে কোন কথা চোখে পড়ছে না। নারীর প্রতি আমাদের এই বিরুপ প্রতিক্রিয়া কেন?

বিষয়: বিবিধ

৯২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File