শান্তিপূর্ণ একটি সফল লংমার্চ এবং জ্ঞানপাপীদের মিথ্যাচার
লিখেছেন লিখেছেন হাসান কবীর ০৭ এপ্রিল, ২০১৩, ০১:১৮:২৯ দুপুর
একজন সত্যপ্রিয় মানুষ মাত্রই স্বীকার করবেন যে, হেফাজতে ইসলাম আহুত গতকালের লংমার্চ সফল হয়েছে। কিন্তু যারা মিথ্যাচারে অভ্যস্ত তারা কোন মতেই বিষয়টি মেনে নিতে পারছে না। সরকারের জোর প্রচেষ্টা সত্তেও এত লোকের সমাবেশ তাদের গাত্র দাহের কারণ হয়ে দাড়িয়েছে। ফলে তারা অবাধে মিথ্যাচার করছে। আর সেই মিথ্যাচার প্রচার করবে কিছু মিডিয়া। আমরা সেই সব মিথ্যুকদের ধিক্কার জানাই। সেই সাথে সরকার কে অনুরোধ জানাই হেফাজতে ইসলামের দাবী মেনে নেয়ার জন্য। নতুবা গতকাল সমাবেশ থেকে ফেরার পথে যে অন্যায় সরকারের লালিত বাহিনী করেছে তা এ দেশের তৌহিদী জনতা ক্ষমা করবে না। তাই আমরা আগামী ৫ মে ঢাকা অবরোধ চাই না। চাই শান্তিপূর্ণ সমাধান। এর পথ একটাই। আর তা হল ১৩ দফা মেনে নিয়ে দ্রুত নাস্তিক ব্লগারদেরক বিচারের আওতায় আনা।
বিষয়: বিবিধ
৯৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন