শোক হোক শক্তি

লিখেছেন লিখেছেন শালিক ১০ মে, ২০১৩, ০৬:১১:৪৫ সন্ধ্যা

ইতিহাসের ভয়াল কালো রাত্রির তরতাজা দু:সহ স্মৃতি নিয়ে যে সকল ঈমানী ভাইয়েরা হতাশায়, ক্ষোভে যন্ত্রনায় আর প্রিয় সাথী হারানোর বেদনায় কাতরাচ্ছেন কিংবা ভাবছেন আর প্রতিবাদ করে কি হবে, অথবা আমাদের শক্তি শেষ এ ভাবনায় ময়দান থেকে পালিয়ে বেড়াচ্ছেন আমি নিশ্চিত তারা ইতিহাস ভুলে গেছেন, আমি ভাইদের বলছি শাপলা চত্বরকে উহুদের ময়দান বানান গা-ঝারা দিন ঈমানী জযবায় জেগে উঠুন দেখবেন বিজয় আমাদের পায়ে লুটোপুটি খাবে। না হয় আরেক স্পেন রচিত আপনাদের জন্য । মনে রাখবেন যুদ্বক্ষেত্র থেকে সাময়িক পিছপা হওয়া পরাজয় নয় কৌশলও হতে পারে। তাই আজ যারা প্রাণ দিল তাদের আত্মার মাগফিরাত কামনা করে, ঈমানী শক্তিতে বলিয়ান হয়ে তাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ শেষ করার কাজে নেমে পড়ি যার শেষ হবে বাংলার জমিনে ইসলাম কায়েমের মাধ্যমে।না হয় শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে।

বিষয়: বিবিধ

১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File