লংমার্চে স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা

লিখেছেন লিখেছেন অপেক্ষমাণ ০৬ এপ্রিল, ২০১৩, ০৭:৪২:৪২ সন্ধ্যা

আল্লাহ সুবহানাহু তায়ালা ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অবমাননা প্রমানিত হওয়ায় সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা আহমেদ শফী আহূত ঢাকা অভিমূখে লংমার্চ বিপুল জনসমাগমের মাধ্যমে শেষ হলো। যে ভাইয়েরা সশরীরে উপস্থিত হয়ে এই কর্মসূচী সফল করেছেন, আল্লাহ তাদের জাযায়ে-খায়ের দান করুন। যে মা বোনেরা ঘরে বসে অবিরত দোয়া করেছেন, খাবার প্রস্তুত করে দিয়েছেন, আল্লাহ তাদের সকল প্রচেষ্টা কবুল করুন। যেসব ব্যক্তি, সংগঠন, সংস্থা আল্লাহর মেহমানদের মেহমানদারী করেছেন খাবার, পানীয় ও ঔষধ সরবরাহ করে এবং যেসব চিকিৎসক ভাইয়েরা নিঃস্বার্থভাবে চিকিৎসাসেবা দিয়েছেন, আল্লাহ তাদের জীবনকে বরকতময় করে দিন। আমিন।

এই সমাবেশ সফল হওয়ায় আত্ম-তৃপ্তিতে ভোগার কোন সুযোগ নেই। দায়িত্ব আরো বেড়ে গিয়েছে। এখন আমাদের উচিৎ, এই সমাবেশের সফলতার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। বেশি বেশি করে আল্লাহর সাহায্যের জন্য তাঁর কাছে কান্নাকাটি করা এবং নিজেকে প্রস্তুত করা পরবর্তী কর্মসূচীর জন্য। আল্লাহর সাহায্য আসার পরে আমরা যেন আবার অলস না হয়ে যাই, অকৃতজ্ঞ না হয়ে পড়ি। মু’মিন ভাই ও মু’মিনা বোনদের প্রতি আবেদন, চলুন বেশি বেশি করে মহান প্রতিপালকের সামনে ভীতি ও আশা সহকারে দন্ডায়মান হই। প্রার্থনা করি, যে ইসলামী বিপ্লবের সূচনা হয়েছে, তা যেন পূর্ণতা পায়। যারা ভুলের মাঝে নিমজ্জিত আছে, তারা যেন হেদায়েত পায়। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম সাহায্যকারী।

বিষয়: বিবিধ

৯৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File