এক রাজকুমারীর জন্য কিছু এলো মেলো শব্দগাঁথা”

লিখেছেন লিখেছেন আবুশিথি ১৪ মার্চ, ২০১৩, ০৩:৩৯:০৬ দুপুর

প্রিয় রাজকুমারী,

অনলাইনে এসে যখন দেখি অনেকেই আছে কিন্ত তুমি নেই, তখনই রাজ্যের নিঃসঙ্গতা আমাকে ভর করে। প্রতিদিনের আনন্দের জগতটাকে নিরানন্দ আর বড় পানসে লাগে আমার কাছে। শুধু মন ভাল করার জন্যে সামুর অনুসারিত ব্লগারের কোন পোস্টে হারিয়ে যাই শব্দহীন ভাবে।

তোমাকে বড্ড প্রয়োজন আমার অনলাইনে।

আমি আর পারিনা এভাবে আরব্য রজনী বয়ে বেড়াতে।

বুকের ভেতরটায় অনেক হাহাকার জমা আছে, প্রেম-পিপাসায় ক্লান্ত কলিজাটা ছিড়ে যেতে চায় শুধু তোমার সামান্য স্পর্শের জন্য। তুমি যদি তোমার ঐ মায়াবী হাত দিয়ে আমার মাথা তোমার বুকে টেনে নিয়ে,

আলতো করে আমার চুলে হাত বুলিয়ে ছুঁয়ে দিতে আমার কপাল-

তবে জেনে রেখো তখন টুপ করে প্রশান্তির মৃত্যু মরে যেতেও দ্বিধা নেই আমার।

বিষয়: বিবিধ

১১৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File