বর্তমান সময়ের প্রেক্ষাপটে মহাগ্রন্থ আল-কোরআনের কয়েকটি আয়াত। পড়ুন এবং একটু চিন্তা করুন।

লিখেছেন লিখেছেন থাবা নানা ০৪ মার্চ, ২০১৩, ১২:৩৯:০৪ দুপুর

আমি পূর্বে আমার একটি পোষ্টে বলেছিলাম মহাগ্রন্থ আল-কোরআন প্রায় সাড়ে চৌদ্দশ বছর আগে নাযিল হলেও এর আয়াতগুলো অতীত,ভবিষ্যত এবং বর্তমান যেকোন ঘটনার প্রতিফলন। তারই ধারাবাহিকতায় আজ আমি মহাগ্রন্থ আল-কোরআনের সূরা আলে ইমরানের ১৩৭-১৩৯ ও ১৪১-১৪২ নং পর্যন্ত কয়েকটি আয়াতের সরল অনুবাদ এখানে আপনাদের সন্মুখে উপস্থাপন করলাম।

১৩৭)তোমাদের আগে অনেক যুগ অতিক্রান্ত হয়েছে ৷ পৃথিবীতে ঘোরাফেরা করে দেখে নাও যারা ( আল্লাহর বিধান ও হিদায়াতকে ) মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে৷

১৩৮)এটি মানব জাতির জন্য একটি সুস্পষ্ট সর্তকবাণী এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পথনির্দেশ ও উপদেশ৷

১৩৯) মনমরা হয়ো না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হয়ে থাকো৷

১৪১) এবং তিনি এই পরীক্ষার মাধ্যমে সাচ্চা মুমিনদের বাছাই করে নিয়ে কাফেরদের চিহ্নিত করতে চাইছিলেন ৷

১৪২)তোমরা কি মনে করে রেখেছ তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে ? অথচ এখনো আল্লাহ দেখেনইনি, তোমাদের মধ্যে কে তাঁর পথে প্রাণপণ যুদ্ধ করতে প্রস্তুত এবং কে তাঁর জন্য সবরকারী৷

বিষয়: বিবিধ

১১২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File