নৃশংস সাভার

লিখেছেন লিখেছেন হাসান তারেক ২৮ এপ্রিল, ২০১৩, ০৬:৩৩:২১ সন্ধ্যা

ঘটনা-১:

সারাদিনের ব্যস্ততায় ফেবুতে বসা হয়ে ওঠেনি তাই বাসায় ফিরে কিছু সময়ের জন্য ফেবুতে বসলাম। ঢুকেই দেখি সতেরটি নোটিফিকেশন ও একটি ফ্রেন্ড অনুরোধ। একে একে সব নোটিফিকেশনগুলো দেখলাম। এর মধ্যে কয়েকটির উত্তর দিলাম আর বাকিগুলো কেবলমাত্র দেখেই ক্ষান্ত হলাম। সবশেষে ফ্রেন্ড অনুরোধটির দিকে দৃষ্টিপাত করলাম আর তখনই বিপত্তিটা ঘটল। যিনি আমাকে অনুরোধটি পাঠিয়েছেন তার নামটা দেখে হকচকিয়ে গেলাম। ভালো করে বেশ কয়েকবার দেখলাম।... নিশ্চিত হলাম ভুল দেখিনি। মনে করার চেষ্টা করলাম এ নামে কাউকে আমি চিনি কিনা। কিন্তু তাও খুঁজে পেলাম না। তবে গতকাল এই নামটি উল্লেখ করে ফেবুতে দেয়া একটা স্ট্যাটাসের কথা মনে পরে গেল। সেটা ছিল,

“হয়ত প্রচলিত আদালতে ‘সোহেল রানার’ বিচার হবে না তাই বলে বিবেকের আদালতে ওকে ক্ষমা করবেন না”

তাই ফ্রেন্ড অনুরোধে এমন একটা নাম দেখে বেশ ভয়ই পেলাম। সেই কি আমার এই স্ট্যাটাসটা পড়ে নিয়ে এরপর অনুরোধ পাঠালেন! ভাই আপনি যেই হোন না কেন আমি আন্তরিকভাবে দুঃখিত; অনুগ্রহ পূর্বক রাগ করবেন না। আপাতত এ নামের কাউকে অ্যাড করছি না।

ঘটনা-২:

সাভার ট্রাজেডিতে রানা প্লাজার উপর থেকে জীবিত/আহত/মৃতদের উদ্ধারের জন্য ২৫ টিরও বেশি সুরঙ্গ করে উদ্ধার চেষ্টা চলছে। এর মধ্যে একটি সুরঙ্গ দিয়ে নিচ থেকে ৩য় তলা পর্যন্ত পৌঁছা সম্ভব হয়েছে। ৩য় তলার কাছাকাছি যেতেই এক মহিলার চিৎকার চেচাঁমেচি শোনা যায়। ৩য় তলার যে কক্ষ থেকে চিৎকার শোনা যাচ্ছিল সেই কক্ষে একজন উদ্ধার কর্মী নামলেন কিন্তু এখন আর কোন চিৎকার নেই। টর্চ দিয়ে কক্ষের চারদিকটা দেখছিলেন। হঠাৎ এক কোনে জড়...সড় অবস্থায় উস্কো খুস্কো এলোমেলো চুলে এক মহিলাকে দেখতে পেলেন। তার উপর টর্চের আলো ফেলতেই সে চিৎকার করে এসে উদ্ধারকর্মীকে কামড়ে দিলেন। আর বলছিলেন চলে যাও, আমি যাব ন, আমি এখানেই থাকব। খাবার বিহীন, পানি বিহীন বিদঘুটে অন্ধকার আর ভুতুরে পরিবেশে থাকতে থাকতে তার মস্তিস্ক বিকৃত হয়ে গেছে। দুনিয়াতে থেকেই কবরের পরিবেশ অনুধাবন আর মৃত্যুর একেবারে দাড়প্রান্ত থেকে ঘুরে আসা মহিলাটি একজন বিকৃত মানুষে পরিণত হলেন।

পরবর্তীতে তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে উদ্ধার করা হয় এরপরও মানুষটি বেঁচে ফিরেছেন এটাই অনেক বড় প্রাপ্তি।

আর আমাদের সুশীল সমাজের বুদ্ধিজীবি আর পলিসি ম্যাকারদের জন্য এই একটি দৃষ্টান্তই কি যথেষ্ট নয়?

বিষয়: বিবিধ

১২৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File