কথপোকথন থেকে

লিখেছেন লিখেছেন হাসান তারেক ১০ এপ্রিল, ২০১৩, ০১:২৫:২৯ রাত

জনৈক এক ভাইয়ের সাথে কথোপকথন হচ্ছিল।

ভাই লং-মার্চে গিয়েছিলেন?

--গেছি মানে কত জোড়ে। এত মানুষ আর এত বড় সমাবেশ করে আন্দোলন এটাকে সমর্থন না দিয়ে, না গিয়ে পারা যায়।

আচ্ছা ওখানে তো সবাই প্রিয় নবীজির প্রতি কটাক্ষকারীদের অবমাননার বিচার ও শাস্তির দাবীতে গেছে। নবীর প্রতি মহব্বতেই তো গেছে তাই না। আপনি কি জানেন নবীজির প্রতি মহব্বত বলতে কি বোঝায়?

--আসলে…আসলে… (হকচকিয়ে আমতা আমতা করতে লাগলেন। এ পরিস্থিতি বিশাল এক মুসলমান জনগোষ্ঠীর)

আরে ভাই ব্যাপার না। ৯৫% মুসলমানের দেশ তাছাড়া মহব্বত না বুঝলেও তার প্রতি কটাক্ষকারীদের বিচার ও শাস্তি আপনি তো চাইতেই পারেন। একজন মুসলমান হিসেবে সে অধিকার তো আপনার অবশ্যই আছে। ধর্মীয় সেন্টিম্যান্ট বলে কথা। তারপরও মহব্বত সম্পর্কে জানা ও পালন করার চেষ্টা করা জরুরি কি বলেন?

--ঠিকই বলছ (মাথা ঝুকিয়ে একমত হলেন)

আচ্ছা ভাই ১৩ দফা দাবী যে দিল, সেগুলো কি কি আপনি কি জানেন?

--কি জানি। (আবারও হকচকিয়ে গেলেন)

(একে একে তাকে দাবীগুলো শোনাতে লাগলাম। কিছু কিছু দাবী তিনি অসম্ভব বলে নাকচ করে দিলেন। আর বাকিগুলোর সাথে শর্ত জুড়ে দিলেন। এটা হতে হলে তার আগে ওটা হতে হবে।)

আসলে ভাইশুধু আপনিই না দেশ স্বাধীন হবার পর যতগুলো সরকার দেশ চালিয়েছে তাদের কেউই দাবীগুলো মুখে সমর্থন দিলেও সত্যিকার অর্থে মানবে না। সবই এক খালি মুদ্রার এপিঠ আর ওপিঠ।

--ঠিকই বলছ (একমত হলেন)

ভাই আপনার বোধহয় মনে আছে গত টার্মে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় কওমী মাদ্রাসার একটা দাবী নিয়া হেফাজতে ইসলাম একবার আন্দোলনে নামছিল। কিন্তু বিএনপি সেটা না মানাতে তারা কিন্তু তৎকালীন প্রধান বিরোধী দল আওয়ামিলীগের সাথে একাত্ম হয়েছিল। আর এবার তারা বিএনপি ও জাতীয় পার্টির সাথে একাত্ম হয়েছে।

--আসলে এইভাবে চিন্তা কইরা দেখি নাই।

হ ভাই চিন্তা করেন। দেখেন না আইন আর বিচার দিয়া কাম হয় না। আত্মশুদ্ধি আর মুল্যবোধের পরিবর্তন লাগব।

বিষয়: বিবিধ

১২৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File