আমরা আল্লাহর করুণা এবং সাহায্য দেখে তৃপ্ত...
লিখেছেন লিখেছেন যাররিনের বাবা ০৬ এপ্রিল, ২০১৩, ০৮:৫৭:২৬ রাত
যে জনস্রোত আশা জাগায়, ভরসা দেয়- যে জনস্রোত স্রষ্টার কৃতজ্ঞতায় নতজানু করে, যে জনস্রোত বিশ্বাসের শক্তিকে দৃশ্যমান করে, আজ সে জনস্রোতের একজন হতে পেরে তৃপ্ত।
না, এ জনস্রোত দেখে আমরা একবারের তরেও ভাবিনি, এ মুহুর্ত থেকেই দেশে ইসলামের বিজয় যাত্রা শুরু হল বলে, কিংবা ভাবিনি শোধ নেয়ার এইতো অপূর্ব সুযোগ, কিংবা একটি মুহুর্তের জন্যও গৌরবে লুব্ধ হয়ে নিজেদের কৃতিত্বের কথা ভাবিনি...
এ জনস্রোত আমাদেরকে আরো বিনয়ী করেছে, আল্লাহর কৃতজ্ঞতায় শির অবনত করতে শিখিয়েছে, আরো শিখিয়েছে- মানুষের অন্তরের মালিক হলেন আল্লাহ, তাঁর হাতে সম্মানের চাবিকাঠি, এবং যাবতীয় কুট চাতূর্যের কারিকুরি তাঁর জ্ঞানের মোকাবেলায় অতিশয় দূর্বল, মাকড়সার জালের ন্যায়...
যে বিপুলায়তন জনসমাগম দেখেছি, তার কেউই ভাড়াটে ছিলো বলে মনে হয়নি। রিকসা করে যেতে যেতে দেখেছি প্রখর রোদকে নির্বিকার উপেক্ষা করে একমনে হেঁটে যাচ্ছে অনেকে। সফেদ সাদা পোষাক আর গোল টুপি পরে, পাজামা পরে হেঁটে চলা সমাজের সবচেয়ে অবহেলিত শ্রেণীটি জানান দিয়েছে- তাদের হৃদয়ে কত গভীরে তারা ধারণ করেছে আল্লাহ এবং তাঁর রাসূলকে। অর্থ বিত্তহীন দীনতায় নুব্জ্য, সামাজিক করুণায় বেড়ে ওঠা আর তথাকথিত কামাই করা শিক্ষার বদলে নেহায়েৎ পরজগতের পাঠ পঠনে অভ্যস্ত একদল বিনীত জনগোষ্ঠী শুধুমাত্র আভাস দিয়ে গেছে, একদা জনপ্রিয়তা তুঙ্গে ওঠা শাসককুল ধরাকে সরা জ্ঞান করে, একটি ভীষণ স্পর্শকাতর স্হানে হাত দিয়ে ফেলেছে।
তথাকথিত পুঁজিপতিদের অর্থে বিত্তে পুষ্ট মিডিয়ার একদা প্রগতিবাদী নষ্ট ভ্রষ্ট স্বার্থান্ধ চোখে এ গোষ্ঠিটি অদৃশ্য, অস্পৃশ্য সুতরাং ব্রাত্য! আজকের এই জনসমাগম তাই মানুষের হৃদয়ে তার ছাপ রেখে যাবে- কোন লাইভ সম্প্রচার তাকে তেল নুন সস দিয়ে মানুষের মনে মজাদার খোরাক হিসেবে তুলে ধরবে না। না ধরাই ভালো, কেননা আমরা খুব শিগগিরই এ নষ্টদের উপরে বিশ্বাস হারাচ্ছি, তা যত দ্রুত হয় ততই ভালো...
একজন্য নৈরাশ্যবাদী আমি আজ আশাবাদী, ভবিষ্যতের নিরম্বু অন্ধকার চিত্রে আজ কিঞ্চিত আলোক সম্পাত হচ্ছে, আমি আশাবাদী জুলুমের প্রতিবাদ না করার ঐতিহ্য থেকে আমরা আরেকটি ধাপ এগিয়েছি। সর্বোপরি, আমি আশাবাদী, হয়তো আল্লাহ এ জাতিকে তাঁর আজাবের বদলে রাহমাতের যোগ্য করে তুলবেন...
(ছবি দিলাম, আমাদেরই তোলা- শুধুমাত্র বোঝার জন্য কেনো আতংকিত মিডিয়াগুলো এ জনসমাগমকে ব্ল্যাক আউট করে গিয়েছে...)
বিষয়: রাজনীতি
১৬০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন