কতদূর সত্যি??

লিখেছেন লিখেছেন তিতুমীর ০৭ মার্চ, ২০১৩, ০৩:৩৩:০৩ রাত

দলবদল কি শুরু হয়ে গেল???

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ ধর্মীয় সম্পাদক ২৪ বছর পর আওয়ামীলীগের রাজনীতি থেকে জামায়াতে যোগদান করেছেন।

আওয়ামীলীগ থেকে জামায়াতে যোগদানের এ চাঞ্চল্যকর ঘটনাটি উপজেলা সদরের সর্বত্র ছড়িয়ে পড়ায় বিষয়টি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের সাবেক নেতা সদস্য আলহাজ্ব মতলুবর রহমান ওরফে মতলু হাজী (৫৫) গত ১৯৯০ সালে উপজেলার মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগে প্রাথমিক সদস্য পদ নিয়ে রাজনীতিতে প্রবেশ করেন।

পরবর্তীতে ২০০৩ সালের কাউন্সিলের পর পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের ধর্মীয় সম্পাদক পদে অন্তর্ভূক্ত হন। সদরের কালীবাড়ী বাজার রোডের আয়নুল হক মার্কেটের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী ‘ইমা’ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মতলু হাজী গত ৩ মার্চ রোববার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর এবং বর্তমান সূরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ অধ্য রুহুল আমিন-এর নেতৃত্বে ঠুটিয়াপাকুর মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন।

উপজেলার মহদীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে জামায়াত অধ্যুষিত বিশ্রামগাছী, চন্ডিপুর, দয়ারপাড়া ও বৃষ্টিপুরসহ আশেপাশের গ্রামের বিপুল সংখ্যক জামায়াত সমর্থিত নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন। বিষয়টির সতত্যা এবং দীর্ঘ দু’যুগ পর আওয়ামী রাজনীতির আদর্শ বিচ্যুতি ঘটে জামায়াতে ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলে যোগদানের ব্যাপারে মতলু হাজীর মুঠো ফোনে (০১৮৪৫-৫৯৫৬১৬) যোগাযোগ করা হলে তিনি দলবদলের বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি তিনি পরিস্থিতির শিকার বলে তার প্রতিক্রিয়ায় জানান।

জেলা জামায়াত নেতা পলাশবাড়ী-সাদুল্যাপুর নির্বাচনী এলাকার চারদলীয় জোট মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম লেবু, উপজেলা জামায়াত আমীর মাঠেরবাজার সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্য মাওঃ সাইদুর রহমান ও সেক্রেটারী আবু বক্কর সিদ্দিক-এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে দলে যোগদানের বিষয়টি নিশ্চিত বলে জানান।

উপজেলা আওয়ামীলীগের ধর্মীয় সম্পাদক মতলু হাজী দলত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়টি নিশ্চিত হতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকারের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি রাগান্বিত হয়ে সংযোগটি কেটে দেন।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর প্রধান-এর সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি শুনেছেন। দলত্যাগী মতলু হাজী পরিস্থিতির শিকার বলে তিনি মন্তব্য করেন।

সূত্র: আমারদেশ নয়, আমাদের সময়!

বিষয়: বিবিধ

১০৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File