ভেনিযুয়েলা'র প্রেসিডেন্ট হ্যুগো শ্যাভেযের মৃত্যু

লিখেছেন লিখেছেন তিতুমীর ০৬ মার্চ, ২০১৩, ০৭:৩২:৩০ সকাল



ক্যান্সারের সাথে দীর্ঘ সংগ্রামের পর ভেনিযুয়েলা'র প্রেসিডেন্ট হ্যুগো শ্যাভেয মাত্র ৫৮ বছর বয়সে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। তিনি গত ১৪ বছর দেশ শাসন করেন।

ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আজ ৫ই মার্চ এই ঘোষণা দেন। এর মাত্র ১ ঘন্টা আগে তিনি তার দেশ থেকে ২ জন মার্কিন কূটনীতিককে তার দেশ থেকে বহিষ্কার করেন। জুলাই ২০১০ থেকে ভেনিযুয়েলায় কোন মার্কিন রাষ্ট্রদূত ছাড়াই আমেরিকা তার দূতাবাস চালিয়ে যাচ্ছে।

আপাত:দৃষ্টে মনে হচ্ছে যে, প্রেসিডেন্ট পদের জন্য নতুন একটা নির্বাচনের প্রয়োজন হবে। কারণ, গত বছর নতুনভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অসুস্থতার জন্য শ্যাভেয শপথ নিতে পারেন নাই।

গত ডিসেম্বরে ক্যান্সারের চতুর্থ দফা অপারেশনের জন্য শ্যাভেজ কিউবা গমন করেন।

তার মৃত্যুর ঘোষণা ছড়িয়ে পরার পরই জনসাধারণ কারাকাস স্কোয়ারে এসে উপচে পড়তে থাকে। অনেকে প্রকাশ্যে কাঁদতে থাকে। কারো কাওর হাতে দেখা যায় পতাকা আর কারো হাতে দেখা যায় মৃত প্রেসিডেন্টের ছবি।

জনগন তাদের ভালবাসা দিয়ে শ্যাভেযের কাজেরম মুল্যায়ন করছে! ক্যান্সারের সাথে দীর্ঘ সংগ্রামের পর ভেনিযুয়েলা'র প্রেসিডেন্ট হ্যুগো শ্যাভেয মাত্র ৫৮ বছর বয়সে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। তিনি গত ১৪ বছর দেশ শাসন করেন।

ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আজ ৫ই মার্চ এই ঘোষণা দেন। এর মাত্র ১ ঘন্টা আগে তিনি তার দেশ থেকে ২ জন মার্কিন কূটনীতিককে তার দেশ থেকে বহিষ্কার করেন। জুলাই ২০১০ থেকে ভেনিযুয়েলায় কোন মার্কিন রাষ্ট্রদূত ছাড়াই আমেরিকা তার দূতাবাস চালিয়ে যাচ্ছে।

আপাত:দৃষ্টে মনে হচ্ছে যে, প্রেসিডেন্ট পদের জন্য নতুন একটা নির্বাচনের প্রয়োজন হবে। কারণ, গত বছর নতুনভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অসুস্থতার জন্য শ্যাভেয শপথ নিতে পারেন নাই।

গত ডিসেম্বরে ক্যান্সারের চতুর্থ দফা অপারেশনের জন্য শ্যাভেজ কিউবা গমন করেন।

তার মৃত্যুর ঘোষণা ছড়িয়ে পরার পরই জনসাধারণ কারাকাস স্কোয়ারে এসে উপচে পড়তে থাকে। অনেকে প্রকাশ্যে কাঁদতে থাকে। কারো কাওর হাতে দেখা যায় পতাকা আর কারো হাতে দেখা যায় মৃত প্রেসিডেন্টের ছবি।

জনগন তাদের ভালবাসা দিয়ে শ্যাভেযের কাজেরম মুল্যায়ন করছে!

বিষয়: বিবিধ

১০০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File