প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির জন্য একজন গ্রেফতার!

লিখেছেন লিখেছেন তিতুমীর ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:০৪:৩৫ রাত

সোমবার দুপুরে নীলফামারীর জলঢাকা শহরের ট্রাফিক মোড়ে মা মাল্টিমিডিয়া’রমালিক মহসিন আলীকে (৩৫) গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

জলঢাকা থানার ওসি তাপস কুমার পন্ডিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌর এলাকার মুদিপাড়া গ্রামের আকবর আলীর ছেলে মহসীন আলী প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে বিভিন্নজনের মোবাইল ফোনে সরবরাহ করে আসছিল। তার কম্পিউটারে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পাওয়া গেছে।

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি কাম্য নয়, তার জন্য অপরাধীকে গ্রেফতার করা হয়েছে, মামলা করারও প্রস্তুতি চলছে।

অথচ মহানবী'র চরিত্র বিকৃতিকারীদের সরকারীভাবে সহায়তা দেওয়া ও উদ্দীপনা জাগানো হচ্ছে। কোনো প্রকার তদন্তও করা হয় নাই।

বিষয়টা কি বিতর্কিত নয়?

সূত্র: বিডি নিউজ

বিষয়: রাজনীতি

৯৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File