ভারতীয় তান্ডবে হতভম্ব সিঙ্গাপুর
লিখেছেন লিখেছেন তিতুমীর ০৯ ডিসেম্বর, ২০১৩, ০১:০৫:৫৫ দুপুর
গত ৪০ বছরে যেখানে কোনো দাঙ্গা হয়নি, সেই সিঙ্গাপুরে দাঙ্গায় হতবাক ও স্তব্ধ সিঙ্গাপুরবাসী। ৮ই ডিসেম্বর রাত সাড়ে ৮টায় এক বাস দুর্ঘটনায় সুত্রপাত হয় এই দাঙ্গা'র।
উপমহাদেশের পর্য্যটকদের মূল আকর্ষণ 'লিটল ইন্ডিয়া' এলাকার খুবই কাছে রেসকোর্স রোড ও হ্যাম্পশায়ার রোডের ইন্টারসেকশনে এক বাসের নীচে চাপা পড়েন এক ভারতীয় শ্রমিক।
সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স ঘটনাস্থলে এসে উক্ত শ্রমিক'কে মৃত ঘোষনা করে। এরপরে শুরু হয় হাইড্রলিক ইকুইপমেন্ট দিয়ে বাসের নীচ থেকে পিষ্ট হওয়া শ্রমিকের মৃতদেহ উদ্ধারের প্রক্রিয়া।
এদিকে ছুটির দিনের মিলনস্থলে সমবেত বেপরোয়া শ্রমিকেরা শুরু করে দাঙ্গা।
ঐ সময়ে সেখানে উপস্থিত শত-শত ভারতীয় শ্রমিক প্রথমে দুর্ঘটনা কবলিত বাসটি ভাঙ্গচুর শুরু করে।
খবর পেয়ে পুলিশের গাড়ীও পৌছে ঘটনাস্থলে।
কিন্তু দাঙ্গাকারীদের থামানোর আগেই ৪টি পুলিশের গাড়ী রাস্তায় উল্টে ফেলে। আগুন লাগায় ৩টা পুলিশ কার ও একটি এ্যাম্বুলেন্স সহ বেশ কয়েকটা গাড়ীতে। ঘন্টাখানেকের মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
বাসের চৈনিক ড্রাইভার, ১০জন পুলিশ কর্মকর্তা সহ মোট ১৮জন ঘটনায় আহত হয়।
গ্রেফতার করা হয়েছে ২৭ জনকে। পুরা এলাকা ঘোরাও করে রেখেছে পুলিশ, তারা তাদের ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে।
কিছু কিছু খবরে প্রথমে মৃত'কে বাংলাদেশী বলে চালানোর প্রচেষ্টা চালানো হলেও পরে খবরে বেরিয়ে আসে যে, সে ছিলএকজন ভারতীয় তামিল।
এখানে উল্লেখ করা মত যে, পুলিশের গাড়ী ও এ্যাম্বুলেন্স পোড়ানোর মত ঘটনা ঘটলেও, পুলিশের পক্ষ থেকে গুলি চালানোর কোনো খবর জানা যায় নাই!
বিষয়: বিবিধ
১৫৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন