একজন ভুষন কুমার, তথাকথিত প্রজন্ম চত্বর ও ভুয়া ফেসবুক আইডি!
লিখেছেন লিখেছেন তিতুমীর ১৭ মে, ২০১৩, ১১:১৪:২৪ সকাল
সার্ফ করতে করতে নীচের সাইটে যেয়ে ঢুকলাম:
https://www.facebook.com/1971projonmochottor2013?fref=ts
ঢুকেই চোখ আটকে গেল তথাকথিত প্রজন্ম চত্বরের সাইটে অন্যদের করা সাম্প্রতিক পোস্ট দেখে।
জনৈক ভুষন কুমারের দুটি পোস্টের কিছু অংশ পড়া যাচ্ছিলো, তার স্ক্রীন শট দেখুন:
এরপরে ভুষন কুমারের লেখাগুলো পড়ার জন্য সেখানে ক্লিক করতেই যা দেখালম তাতে চোখ ছানাবড়া!
দেখুন ভুষনের ইংরেজী বর্ণে বাংলা ও হিন্দীতে পোস্ট করা বক্তব্যগুলো:
ক্লিক করলাম ভুষনের নামের উপরে। ফেসবুকের একটা পেজ খুললো।
১০ মে তার প্রোফাইল ছবি আপডেট করা হয়েছে দুইবার।
প্রথমবার ব্যাবহার করা হয়েছে জনৈক সাবরিনা ইসলামের ছবি। দেখুন:
একই তারিখে তার প্রোফাইল পিকচার আপডেট করা হয়েছে একজন পুরুষের ছবি দিয়ে, দেখুন ছবিটা:
উনি কে বলতে পারেন??
উনি হলেন আহমেদ সাইফুল ইসলাম, বাংলাদেশে এইচএসবিসি'র প্রধান।
তার নিজের সম্পর্কে বলা হয়েছে:
উনি একজন মহিলা
ভিকারুন্নিসা স্কুল ও কলেজ এবং নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন।
ব্র্যাক-এ প্রজেক্ট কো-অর্ডিনেটর হিসাবে আছেন।
তবে তার বক্তব্যে এটা পরিষ্কার যে, তিনি একজন অতি নিম্নমানের ভারতীয়।
আশ্চর্য্য লাগলো, ১৪ঘন্টা পেরিয়ে গেলেও যাদের সাইটে বাংলাদেশীদের উদ্দেশ্য করে এই জঘন্য গালিগালাজ, তাদের কোনো প্রতিবাদ না দেখে!!
বিষয়: বিবিধ
১৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন