ব্যাংক ডাকাতি ক্রমেই বাড়ছে, সমাধান কী?
লিখেছেন লিখেছেন আবদুল্লাহ রাসেল ০৯ মে, ২০১৫, ০৪:০৭:৩৯ বিকাল
ইদানিং কালে কয়েকদিন পর পর ব্যাংক ডাকাতির খবর শোনা যাচ্ছে। কখনো বা সুড়ঙ্গ পথ তৈরি করে, আবার কখনো বা সরাসরি সিকিউরিটি গার্ডকে হত্যা করে বা ম্যানেজ করে ডাকাতি। গতকালও চট্টগ্রামের মুরাদপুরের একটি ব্যাংকে ডাকাতির চেষ্টা হয়েছে, এতে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছে।
এটিকে আমি নিছক দেশের আইনশৃঙ্খলা জনিত সমস্যা বলে মনে করি না বা ব্যাংকগুলোর আভ্যন্তরীণ সিকিউরিটি জনিত সমস্যা হিসেবেও দেখি না। আমি মনে করি, এটি দেশের অর্থনৈতিক সমস্যার কারণে হচ্ছে। কয়েক দশকের মধ্যে এবারই বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেশ ভালোই পঙ্গু অবস্থানে আছে। বেকারত্ব বেড়ে গেছে কয়েকগুণ, হতাশা ভর করেছে তরুণদের মাঝে, বেকারদের মাঝে যারা নৈতিক দিক দিয়ে দুর্বল, তারাই ব্যাংক ডাকাতির মতো কাজে জড়িয়ে পড়ছে বলে আমি মনে করি।
বিশেষ করে, যেসব চোর আগে বাসা-বাড়িতে চুরি করতো, তারা এখন ব্যাংক ডাকাতির দিকে ঝুঁকেছে। কারণ বাসা-বাড়িতে চুরি করে চোরদের এখন খুব একটা পোষাচ্ছে বলে মনে হচ্ছে না। আমরা যদি বিশ্বের বিভিন্ন দেশের পরিসংখ্যান বিবেচনায় নিই তাহলে দেখতে পাবো, যেসব দেশ অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে সেইসব দেশে ব্যাংক ডাকাতির হার কয়েক গুণ বেড়ে গেছে।
বাংলাদেশে ব্যাংক ডাকাতি বন্ধ করতে হলে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে হবে সেটা ঠিক আছে, তার আগে অর্থনৈতিক ভিত্তি মজবুত করার দিকে মনোযোগ দিতে হবে। নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে দিতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, বিনিয়োগে সহায়তা করতে হবে, বেকারত্বের হার কমাতে হবে। কিন্তু এই অবৈধ সরকারের আমলে অর্থনৈতিক অবস্থা আর উন্নত হবে বলে আশা করি না, কারণ সরকারের ভেতরে একটা বিশাল অংশ নিজেরাই নৈতিক দিক দিয়ে প্রচণ্ড রকমের দুর্নীতিগ্রস্থ। 'ব্যাংক ডাকাতি হলে হোক, তাতে আমাদের কী'-এরকম একটা মানসিকতা সরকারের মধ্যে কাজ করছে।
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-ধন্যবাদ, আপনাকে কম পাওয়া যাচ্ছে ব্লগে।
মন্তব্য করতে লগইন করুন