ব্যাংক ডাকাতি ক্রমেই বাড়ছে, সমাধান কী?

লিখেছেন লিখেছেন আবদুল্লাহ রাসেল ০৯ মে, ২০১৫, ০৪:০৭:৩৯ বিকাল

ইদানিং কালে কয়েকদিন পর পর ব্যাংক ডাকাতির খবর শোনা যাচ্ছে। কখনো বা সুড়ঙ্গ পথ তৈরি করে, আবার কখনো বা সরাসরি সিকিউরিটি গার্ডকে হত্যা করে বা ম্যানেজ করে ডাকাতি। গতকালও চট্টগ্রামের মুরাদপুরের একটি ব্যাংকে ডাকাতির চেষ্টা হয়েছে, এতে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছে।

এটিকে আমি নিছক দেশের আইনশৃঙ্খলা জনিত সমস্যা বলে মনে করি না বা ব্যাংকগুলোর আভ্যন্তরীণ সিকিউরিটি জনিত সমস্যা হিসেবেও দেখি না। আমি মনে করি, এটি দেশের অর্থনৈতিক সমস্যার কারণে হচ্ছে। কয়েক দশকের মধ্যে এবারই বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেশ ভালোই পঙ্গু অবস্থানে আছে। বেকারত্ব বেড়ে গেছে কয়েকগুণ, হতাশা ভর করেছে তরুণদের মাঝে, বেকারদের মাঝে যারা নৈতিক দিক দিয়ে দুর্বল, তারাই ব্যাংক ডাকাতির মতো কাজে জড়িয়ে পড়ছে বলে আমি মনে করি।

বিশেষ করে, যেসব চোর আগে বাসা-বাড়িতে চুরি করতো, তারা এখন ব্যাংক ডাকাতির দিকে ঝুঁকেছে। কারণ বাসা-বাড়িতে চুরি করে চোরদের এখন খুব একটা পোষাচ্ছে বলে মনে হচ্ছে না। আমরা যদি বিশ্বের বিভিন্ন দেশের পরিসংখ্যান বিবেচনায় নিই তাহলে দেখতে পাবো, যেসব দেশ অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে সেইসব দেশে ব্যাংক ডাকাতির হার কয়েক গুণ বেড়ে গেছে।

বাংলাদেশে ব্যাংক ডাকাতি বন্ধ করতে হলে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে হবে সেটা ঠিক আছে, তার আগে অর্থনৈতিক ভিত্তি মজবুত করার দিকে মনোযোগ দিতে হবে। নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে দিতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, বিনিয়োগে সহায়তা করতে হবে, বেকারত্বের হার কমাতে হবে। কিন্তু এই অবৈধ সরকারের আমলে অর্থনৈতিক অবস্থা আর উন্নত হবে বলে আশা করি না, কারণ সরকারের ভেতরে একটা বিশাল অংশ নিজেরাই নৈতিক দিক দিয়ে প্রচণ্ড রকমের দুর্নীতিগ্রস্থ। 'ব্যাংক ডাকাতি হলে হোক, তাতে আমাদের কী'-এরকম একটা মানসিকতা সরকারের মধ্যে কাজ করছে।

বিষয়: বিবিধ

১১৭৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319034
০৯ মে ২০১৫ বিকাল ০৪:১২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সমাধান বৈষম্যহীন সমাজ গড়তে হবে। সবার ন্যায্যতা নিশ্চিত করতে হবে।
০৯ মে ২০১৫ বিকাল ০৪:১৪
260189
আবদুল্লাহ রাসেল লিখেছেন : ঠিক।
319044
০৯ মে ২০১৫ বিকাল ০৪:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চার হাজার কোটি কোন টাকাই না যে দেশে সে দেশে ব্যাংক ডাকাতি আর কি সমস্যা!!
০৯ মে ২০১৫ বিকাল ০৪:৩৯
260193
আবদুল্লাহ রাসেল লিখেছেন : ঠিক বলেছেন ভাই
319070
০৯ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩৫
শেখের পোলা লিখেছেন : কলম ডাকাতদের মাফ পেয়ে যাওয়া দেখে অস্ত্রধারী ডাকাতরা সাহস পাচ্ছে৷
319082
০৯ মে ২০১৫ রাত ০৮:০১
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার উপলব্দি ভালই বলতে হয়। নিরাপত্তা ব্যবস্থা যতো জোরদার করা হয়, ডাকাতরাও তত কৌশুলী হয়ে উঠে।
320992
১৯ মে ২০১৫ দুপুর ০২:১০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ব্যাংক ডাকাতি কবে কম ছিল? একাত্তরের পর তো রাঘব-বোয়ালরাই যুক্ত ছিল। এখন ওদের শিষ্যরা, তো ডাকাতি বাড়বেই। দিন দুপুরে যেখানে চোখের সামনে গণতন্ত্র হত্যা হয়, ভোট ডাকাতি হয় সেখানে ব্যাংক ডাকাতি তো আরো লোভনীয় পেশা বটে?
-ধন্যবাদ, আপনাকে কম পাওয়া যাচ্ছে ব্লগে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File