সারাদিন কী দেখলাম আর এখন কী দেখছি?

লিখেছেন লিখেছেন আবদুল্লাহ রাসেল ০৫ জানুয়ারি, ২০১৪, ১১:১৩:০৭ রাত

সারাদিন টিভিতে কী দেখলাম আর এখন কী দেখছি! সারা দেশের ১৪৭টি আসনে কয়েক লাখ মানুষও ভোটকেন্দ্রে ভোট দিতে যাননি অথচ এখন দেখছি প্রায় প্রতিটি আসনেই ১ লক্ষ, ২ লক্ষ করে ভোট পড়েছে। অর্থাৎ ১৪৭টি আসনে প্রায় ২ কোটি ভোট!!! প্রায় ৫০%??? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না।

বাংলাদেশের অন্য আসনের কথা বাদ দিলাম, আমি শুধু আমাদের চট্টগ্রামের কথা বলি। জামায়াতের ঘাটি সাতকানিয়া-লোহাগাড়া আসনে নাকি ১ লক্ষ ৫০ হাজার ভোট পড়েছে! জামায়াতের আরেকটি ঘাটি বাঁশখালীতে নাকি ১ লক্ষ ৫৪ হাজার ভোট পড়েছে! একই ভাবে সন্দ্বীপ, পটিয়ার আসনগুলোতেও নাকি প্রায় ১ লক্ষ ৫০ হাজার ভোট পড়েছে! ফটিকছড়িতে মাইজভাণ্ডারী নজিবুল বশরকে নাকি ১ লক্ষ ৩০ হাজার মানুষ ভোট দিয়েছে! জামায়াত-শিবিরের হার্ডকোর ঘাটি বলে খ্যাত সীতাকুণ্ডে নাকি ১ লক্ষ ৭০ হাজার ভোট পড়েছে! আনোয়ারায় ২ লক্ষ ভোট পড়েছে! গ্রামে ভালোই চুরি করেছে, কিন্তু শহরে তেমন পারে নাই। কোতোয়ালী-বাকলিয়া আসনে নাকি ৮০ হাজার মানুষ ভোট দিতে গেছে (এই এলাকায় আমি নিজে থাকি, আমার সাথে বাটপারি), বন্দর-পতেঙ্গা আসনে ৬০ হাজার ভোট পড়েছে! কী আর বলব?

এভাবে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, নাটোর, শেরপুর, সিলেট, রংপুরে বিএনপি-জামায়াত অধ্যুষিত আসনগুলোতে ২ লক্ষ করে ভোট দেখানো হয়েছে!

সত্যি আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। আওয়ামী লীগের জন্য চোর, ডাকাত এই শব্দগুলো যথেষ্ট নয়। নতুন কোন শব্দ খুঁজে বের করতে হবে। আল্লাহ্‌, তুমি এদের বিচার কর।

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159475
০৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫১
এলিট লিখেছেন : এ তো কেবল শুরু। এতেই অবাক হলে চলবে না। একদিন নিজের চোখে দেখবেন দেশে ভোটেরই কোন আয়োজন করা হয়নি অথচ টিভিতে দেখবেন একটি রাজনৈতিক দল বিপুল ভোটে জয়লাভ করেছে।
০৬ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৪
114136
আবদুল্লাহ রাসেল লিখেছেন : আল্লাহ্‌ এমন প্রহসন থেকে দেশকে হেফাযত করুন।
159480
০৬ জানুয়ারি ২০১৪ রাত ০১:২৯
সন্ধাতারা লিখেছেন : এভাবেই লাগ ভেল্কি লাগ চোখেমুখে লাগ চলতেই থাকবে। সবেতো শুরু।
০৬ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৫
114137
আবদুল্লাহ রাসেল লিখেছেন : আল্লাহ্‌ মাফ করুন।
159552
০৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২১
আবু আশফাক লিখেছেন : কান ধরে উঠবস

ফটিকছড়ির নিশ্চিন্তাপুরে ক্ষুব্ধ ভোটারদের
রোষানলে পড়ে কানে ধরে ক্ষমা চেয়ে
উদ্ধার হয়েছেন তরিকত ফেডারেশনের সভাপতি
আওয়ামী লীগ সমর্থিত নজিবুল বশর মাইজভাণ্ডারী।

159558
০৬ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০০
রক্তলাল লিখেছেন : ইন্ডিয়া আছে পিছে,
চিন্তা আবার কিসে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File