কথিত ইমাম মাহাদীর সেনাপতিকে নিয়ে চেতনাধারীদের কাছে কিছু প্রশ্ন
লিখেছেন লিখেছেন আবদুল্লাহ রাসেল ২২ ডিসেম্বর, ২০১৩, ০৮:৩৮:৩৩ রাত
‘‘গোপীবাগে নিহত লুৎফুর রহমান ফারুক নিজেকে ইমাম মাহাদীর প্রধান সেনাপতি এবং দাজ্জাল হিসেবে দেলোয়ার হোসাইন সাঈদী, মাওলানা নিজামী, ফজলুল হক আমিনী, কিছুদিন আগে ফাঁসী হওয়া আবদুল কাদের মোল্লাকে মনে করতেন।’’
(সূত্র চ্যানেল '৭১)
ইন্টারেস্টিং। এই কথিত ইমাম মাহাদীর সেনাপতিকে কে বা কারা হত্যা করেছে জানি না, তবে চেতনাধারীদের কাছে কিছু জিনিস জানতে খুব ইচ্ছে করছে।
১) উনি যেহেতু সাঈদী সাহেবদের দাজ্জাল (!) মনে করতেন, তাই ওনার কথাকে সত্য ধরে নিয়ে চেতনাধারীরাও এখন সাঈদী সাহেবদের দাজ্জাল মনে করছে কিনা? এবং মনে করে থাকলে নিহত ফারুককেও ইমাম মাহাদীর সেনাপতি মনে করছে কিনা?
২) আর যদি এমনটি মনে না করে থাকে তাহলে নিহত ফারুককে ভণ্ড মনে হচ্ছে কিনা এবং সাঈদী সাহেবদের এখন হক মনে হচ্ছে কিনা?
৩) নাকি তারা এই বিষয়টি নিয়ে কনফিউজড?
৪) যারা নিহত ফারুকদের মতো ধর্মব্যবসা করে যেমনঃ মাইজভান্ডার, গাউসিয়া, গাউসুল আযম প্রভৃতি তারা যে সবাই কট্টর জামায়াত বিরোধী সেই ব্যাপারে চেতনাধারীদের বক্তব্য কী?
৫) এই কথিত ইমাম মাহাদীরা যদি ভণ্ড হয় তাহলে বাংলাদেশে হক কারা?
৬) আর যদি সবাই ভণ্ড হয় তাহলে হক কারা?
৭) এই বাংলাদেশে কেউ না কেউ নিশ্চয় হক আছে। নাকি বাংলাদেশকে আল্লাহ্ হকশূন্য করে রেখেছেন?
৮) নাকি চেতনাধারীরাই একমাত্র হক?
৯) আমার এতোসব প্রশ্ন শুনে কেমন যেন গোলমেলে লাগছে, না?
বিষয়: বিবিধ
১৪৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন