ভারতের চাওয়াগুলো আওয়ামী লীগ না পারলেও শাহবাগ পূরণ করে দিচ্ছে

লিখেছেন লিখেছেন আবদুল্লাহ রাসেল ২০ ডিসেম্বর, ২০১৩, ০৮:৪৯:১৪ রাত

১) ভারত চায়, বাংলাদেশে শুধু তাদের মতাদর্শের লোকেরাই থাকবে, তাদের প্রেসক্রিপশন অনুযায়ীই বাংলাদেশ চলবে। কিন্তু একজন আল্লামা সাঈদী, আবদুল কাদের মোল্লা বা মাওলানা নিজামীর মতো লোক তো ভারতের এসবে প্রধান বাঁধা।

২) ভারত তাদের আভ্যন্তরীণ কারণে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারছে না, যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করানো যায় তাহলে মন্দ কী?

৩) ভারত চায় শুধু আওয়ামী লীগই ক্ষমতায় থাকুক, জামায়াত তো প্রশ্নই উঠে না।

৪) ভারত চায় শুধু তাদের পণ্যে সয়লাব থাকবে বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশের পণ্য তো প্রশ্ন আসে না। আর ভারতীয় পণ্যে যেখানে পুরো বাংলাদেশ সয়লাব। সেখানে পাকিস্তানি পণ্য খুঁজে পেতে অবশ্যই দূরবীন লাগবে।

আর একে একে ভারতের সব ইচ্ছে পূরণ হচ্ছে আওয়ামী লীগের কারণে। ভারতের যে ইচ্ছেটা পূরণ করতে আওয়ামী লীগের বুক কাঁপছে তা আন্দোলনের নামে শাহবাগিদের দিয়ে করিয়ে নিচ্ছে।

কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই ২০১৩ সালের বাংলাদেশের জনগণ কিন্তু সবই বোঝে। আওয়ামী লীগ কী, ভারত কী আর শাহবাগি কী-সবই দেশের আম জনতা বোঝে। শুধু রাস্তায় নেমে আসে না। কেন নেমে আসে না তা আরেকদিন বলব।

বিষয়: বিবিধ

১২৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File