এক শহীদ আবদুল কাদের মোল্লাই শাহবাগিদের জীবন শেষ করে দিয়েছে
লিখেছেন লিখেছেন আবদুল্লাহ রাসেল ১৮ ডিসেম্বর, ২০১৩, ১০:০৫:০৮ রাত
শহীদ আবদুল কাদের মোল্লা এমন একজন ঐতিহাসিক ব্যক্তি যাকে কেন্দ্র করে শাহবাগি-নাস্তিকদের আন্দোলন চলছেই। তাঁকে ফাঁসীর মাধ্যমে হত্যা করার জন্য সেই ৬ই ফেব্রুয়ারি থেকে শাহবাগিরা যে আন্দোলন শুরু করেছিল, তাঁকে হত্যা করার পরও সেই আন্দোলন অব্যাহত আছে। তাঁকে যখন যাবজ্জীবন দেয়া হয়েছিল, তখন শাহবাগি-নাস্তিকরা দাবী করল তাঁকে ফাঁসী দিতেই হবে। এরপর যখন তাঁর বিরুদ্ধে ফাঁসীর রায় দেয়া হল তখন শাহবাগি-নাস্তিকরা আবার দাবী করল অবিলম্বে তাঁর ফাঁসীর রায় কার্যকর করতে হবে। এরপর যখন রিভিউ আবেদন খারিজ করে দিয়ে তাঁকে ১১.১২.১৩ তারিখে ফাঁসীর নামে হত্যার সকল আয়োজন বাস্তবায়ন হল, তখন সরকারের ইশারায় শাহবাগিরা আবারো রাজপথে অবস্থান নিল ফাঁসী কার্যকরের পর আনন্দ উল্লাস করার জন্য। কিন্তু সেদিন আল্লাহ্র ইচ্ছায় আর খুন করা গেল না। আর আল্লাহ্র এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে শাহবাগিরা দাবী করল, তাঁকে এই মুহূর্তে ফাঁসী দিতে হবে নইলে রাজপথ থেকে সরব না। এরপর ১২.১২.১৩ তারিখে পবিত্র জুমার রাত্রিতে শহীদ মোল্লার ফাঁসী কার্যকর করল, তখনো শাহবাগিরা রাস্তায়। আনন্দ করল, ফুর্তি করল। এরপর এখন সারা বিশ্বে যখন এই খুনের সমালোচনার ঝড় শুরু হল, তখন শাহবাগিরা সরকারের ইশারায় তাদের ঔরসজাত পিতা পাকিস্থানের প্রতিক্রিয়াকে কেন্দ্র করে আবারো আন্দোলন শুরু করল। অর্থাৎ ব্যক্তি সেই একজনই, তিনি হচ্ছেন শহীদ আবদুল কাদের মোল্লা। বিগত ১১ মাস যাবত শাহবাগিদের ঘুম নষ্ট হয়ে গেছে এই মানুষটিকে নিয়ে। অর্থাৎ তারা একজন জলজ্যান্ত মানুষকে খুন করিয়েছে, এখন ঐ ব্যক্তির শুভাকাঙ্ক্ষীরা সবাই যখন কান্নাকাটি করছে, তখন শাহবাগিরা কাউকে কাঁদতেও দিতে চায় না।
আমার মনে হয়, শহীদ আবদুল কাদের মোল্লাকে কেন্দ্র করে শাহবাগিদের রাতের ঘুম আজীবনের জন্য হারাম হয়ে গেছে। এখন তারা পাকিস্থানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য আন্দোলন করছে, সামনে আন্দোলন করবে সকল মুসলিম দেশের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য, এরপর এই সরকার পরিবর্তনের পর শহীদ আবদুল কাদের মোল্লার অপরাধের যখন পুনঃতদন্ত হবে এবং এই তদন্তে যখন বেরিয়ে আসবে শহীদ আবদুল কাদের মোল্লা নির্দোষ ছিলেন, তখন তাঁকে হত্যার জন্য উস্কানি এবং ইন্ধন দেয়ার অপরাধে শাহবাগিদের হর্তা-কর্তাদের বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। এরপর ফাঁসী না হওয়া পর্যন্ত এই শাহবাগিদের নির্ঘুম রাত কাটাতে হবে, ফাঁসিতে ঝুলার অপেক্ষা করতে হবে। শুধুমাত্র ফাঁসী হয়ে গেলেই শহীদ আবদুল কাদের মোল্লাকে কেন্দ্র করে শাহবাগিদের এইসব আন্দোলন বন্ধ হবে। যতদিন তারা বেঁচে আছে, ততদিন তারা একটা না একটা উসিলায় শহীদ আবদুল কাদের মোল্লাকে কেন্দ্র করে আন্দোলন করেই যাবে। শাহবাগিদের ফাঁসীই এই আন্দোলন বন্ধ হওয়ার একমাত্র পথ। শাহবাগিদের গোটা জীবনই চলে যাচ্ছে শহীদ মোল্লার পেছনে, তাই আল্লাহ্ বোধহয় তাদের মৃত্যুও রেখেছেন শহীদ মোল্লাকে কেন্দ্র করে। অর্থাৎ ফেব্রুয়ারি থেকে শাহবাগিদের যে ব্যস্ততা, যে নির্ঘুম রাত, সেই নির্ঘুম রাত কখনো তাদের জীবন থেকে শেষ হবে না, তাদের ফাঁসী হবে, কবরে যেতে হবে, এরপর জাহান্নামে যেতে হবে, আগুনে জ্বলতে হবে। এক শহীদ আবদুল কাদের মোল্লাই শাহবাগিদের জীবন শেষ করে দিয়েছে। আসলে আল্লাহ্ যা করেন ভালোর জন্যই করেন।
বিষয়: বিবিধ
১৩২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন