সুজাতার মন্তব্যের প্রতি ঘৃণা ঘৃণা এবং শুধুই ঘৃণা
লিখেছেন লিখেছেন আবদুল্লাহ রাসেল ০৪ ডিসেম্বর, ২০১৩, ১০:৪৫:৫১ রাত
কোথাকার কোন্ সুজাতা যে কিনা ভারত সরকারের চাকরী করে মাত্র, কোনো মন্ত্রী বা নির্বাচিত জনপ্রতিনিধিও নয়, তার কথাকে ধর্তব্যে নিয়ে এতো মাতামাতি করার কিছু নাই। সুজাতার মতো এরকম কয়েক হাজার সচিব জামায়াতে ইসলামীর পকেটে থাকে। আল্লাহ্র সাহায্য যদি সাথে থাকে তাহলে এই দেশে জামায়াত-শিবিরের উত্থান কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ্। স্রোতের গতিতে প্রতিদিন কত শত কর্মী-সমর্থক জামায়াত-শিবিরে প্রবেশ করছে তার কোন হিসেব নেই। শুধু এই বাংলাদেশেই নয়, পুরো বিশ্বে বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীই হচ্ছে সবচেয়ে ফার্স্ট গ্রোয়িং অর্গানাইজেশন, যার কিনা হু হু করে স্রোতের মতো জনসমর্থন বাড়ছে আলহামদুলিল্লাহ্। আর সেখানে সুজাতার মতো একজন ব্যুরুক্রেট বলছে কিনা ''আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল নির্বাচিত হলে জামায়াত-শিবিরসহ মৌলবাদী শক্তির উত্থান হবে''!!! আরে ভারতীয় সরকারের গোলাম, এই আওয়ামী লীগ সরকারের আমলেই তো জামায়াতে ইসলামীর ইতিহাসে সবচাইতে বেশী কর্মী-সমর্থক বৃদ্ধি পেয়েছে। এই ধারা অব্যাহত থাকলে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকে তা একমাত্র আল্লাহ্ই ভালো জানেন। সূরা নাসরে আল্লাহ্ যেমন বলেছেন, বিজয় আসলে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে, তেমনি আগামীবার আওয়ামী সরকারের পতন হলে দ্বীন কায়েমের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীতে দলে দলে মানুষ প্রবেশ করবে ইনশাল্লাহ্।
আ'লা ইন্না নাসরল্লাহি কারিব
আল্লাহ্র সাহায্য অতি নিকটে
বিষয়: রাজনীতি
১২৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন