আঁরার মিছিল
লিখেছেন লিখেছেন আবদুল্লাহ রাসেল ১৭ নভেম্বর, ২০১৩, ১০:০৯:২৪ রাত
ভাইজানেরা, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য কবি আল মাহমুদের 'আমাদের মিছিল' কবিতাটি অনবদ্য। কবির ক্ষমাপূর্বক তাঁর এই অনবদ্য কবিতাটি এবার চট্টগ্রামের ভাষায় রূপান্তর করেছি। জানি না আপনাদের কেমন লাগবে? তবে আমি আমার নিজের স্পিরিট বাড়ানোর জন্যই মূলত এই কবিতাটি বিভিন্ন আঞ্চলিক ভাষায় রূপান্তর করার চিন্তা করছি। ইংরেজিতে রূপান্তর হয়েছে কিনা জানি না, না হলে হবে ইনশাল্লাহ্। এখন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কবিতাটি পড়ুন এবং আঞ্চলিক ভাষায় পড়ার ভিন্নতা উপলব্ধি করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামের জন্য প্রয়োজনীয় স্পিরিট নিন।
‘আঁরার মিছিল’
আঁরার এই মিছিল নিকট অতীতুত্থুন অনন্ত কাল’র মিক্কা
আঁরা বদরুত্থুন ওহুদ অইয়েনে এডে,
শত সংঘাত’র মইদ্দে এ শিবিরত্ আইয়েনে থিয়াইদে।
হনে জিজ্ঞাদ্দে আঁরা হডে যাইয়ুম?
আঁরা তো আগেই হই’দি আঁরার যাত্রা অনন্তকাল’র মিক্কা।
উদয় আর অস্তের ক্লান্তি আঁরারে হোনদিন বিহ্বল করিত ন' ফারে।
আঁরার গা হত বিক্ষত।
আঁরার রক্তত্ রঞ্জিত অই উটটিল মোতার প্রান্তর।
ফৃতিবীত যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আঁরার রক্ত,
তার সুগন্ধ আঁরার নিঃশ্বাসবায়ু।
আঁরার হাতত্ উগ্গা মাত্র গ্রন্থ আল-কুরআন।
এই ফবিত্র গ্রন্থ হোনদিন, হোন অবস্থাত্, হোন তাওহীদবাদীরে থামতু ন’ দে,
আঁরা কেনে থাইম্মুম?
আঁরার গইন্তব্য তো উগ্গা সোনার তোরণ’র মিক্কা, যা এই ভূ-পৃষ্টত্ নাই।
আঁরা আঁরার অঙ্গী অক্কল’র চেহারার ভিন্নতারে গ্রাহ্যের মইদ্দে ন’আনি,
হারণ আঁরার আত্মার গুঞ্জন হু হু গরি হয়, আঁরা এক আত্মা, এক ফরাণ।
শহীদ’র চেহারার হোন ভিন্নতা নাই।
আঁরা তো শাহাদাতের লাই মা’র উদরত্থুন ফৃথিবীত্ ঠ্যাং রাইখ্খি।
কেউ ফাত্তরত্, কেউ তাঁবুর ছায়াত্, কেউ মরুভূমির গরম বালুত্ আর সবুজ হোন ঘাস’র দেশত্।
আঁরা আজন্ম মিছিলত্ই আছি।
ইবার আদি বা অন্ত নাই। ফনের শত বছর ধরি সইভ্যতার উত্থান পতনত্ আঁরার ঠ্যাং’র শব্দ ন’ থামে।
আঁরার হত সাথীরে আঁরা এই ভূ-পৃষ্ট'র কন্দরে কন্দরে রাখি আইচ্ছি-
ইতারার হবরত্ ভবিষ্যত’র গুঞ্জন একদিন মধুমিকার মতন গুঞ্জন তুলিব।
আঁরা জানি,
আঁরারে ডর দেহাইয়েনে শয়তান নিজেই আন্ধাইরত্ ধাই যায়।
আঁরার মুখাবয়বত্ খালিয়ার ঊষার উদয়কাল’র নরম ফরের ঝলকানি।
আঁরার মিছিল ডর ও ধ্বংস’র মইদ্দে বিশ্রাম ন’লয়, ন’লইবু।
আঁরার ফতাকাত্ কালিমা তইয়েবা,
আঁরার এই বাণী কেউরে হোনদিন থাইমথু ন’দে।
আঁরাও ন’থাইম্মুম।
(ভুলত্রুটি সংশোধনযোগ্য এন্ড নোয়াখালীর ভাষা আপকামিং)
বিষয়: Contest_mother
১৮৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন