একটি বেশরম কালো বিড়াল

লিখেছেন লিখেছেন আবদুল্লাহ রাসেল ২০ আগস্ট, ২০১৩, ০৮:৫৭:০৩ রাত

জমির সাহেবের একটি কালো বিড়াল ছিল। এই কালো বিড়ালটি ভীষণ দুষ্টুমি করত। তাকে বাড়িতে রাখা হয়েছিল ইঁদুর মারার জন্য, এই জন্য তাকে প্রতিদিন সকাল-বিকাল খাবার দেয়া হত। কিন্তু তারপরও সে এই খাবারে সন্তুষ্ট না থেকে খাবার চুরি করে খেয়ে ফেলত। একদিন হল কি, বাড়িতে জমির সাহেবের বেয়াই বেড়াতে আসবে, এ জন্য বাড়িতে অনেক খাবার দাবারের আয়োজন করা হয়েছে। দুপুরে মেহমানরা আসবে তাই রাতেই সব খাবার রান্না করে রাখা হয়েছে। এখন এই কালো বিড়াল তার লোভ সামলাতে পারল না। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন এই কালো বিড়াল চুপি চুপি পা টিপে টিপে রান্নাঘরে ঢুকে চুরি করে মেহমানদের জন্য রান্না করা খাবার থেকে মাছগুলো সব খেয়ে ফেলল, কালো বিড়াল খেল তো খেল একেবারে ৮০টি বড় বড় ইলিশ মাছ খেয়ে ফেলল। কালো বিড়ালের এই কাণ্ড দেখে পরদিন সকাল বেলা পুরো বাড়ির মাথায় হাত। জমির সাহেবের তো মাথা গরম হয়ে গেল। যে করেই হোক এই কালো বিড়ালকে আজই বাড়ি থেকে তাড়াতে হবে। কালো বিড়ালটিকে একটি বস্তায় ঢুকিয়ে জমির সাহেব বাড়ি থেকে অনেক দূরের একটা জায়গায় নিয়ে গেল। এমন জায়গায় নিয়ে গেল যাতে এই কালো বিড়াল আর কখনো বাড়িতে আসতে না পারে। জমির সাহেব বস্তা সহ কালো বিড়ালটিকে ফেলে আসল সত্যি, কিন্তু জমির সাহেব বাড়িতে এসে দেখলেন তার আগেই কালো বিড়াল বাড়িতে এসে উপস্থিত! জমির সাহেব আবারো বস্তায় ভরলেন কালো বিড়ালকে। এবার আগের চেয়েও আরো ৫ গুন দূরের একটা জায়গায় ফেলে আসলেন। এবারো যথারীতি জমির সাহেব বাড়িতে পৌঁছার আগেই কালো বিড়াল বাড়িতে হাজির! জমির সাহেবের মাথার মেজাজ ৫০০ ডিগ্রি গরম হয়ে গেল। এই কালো বিড়াল তো আসলেই একটা দস্যি। জমির সাহেব সিদ্ধান্ত নিলেন এবার কালো বিড়ালকে এমন একটা জায়গায় ফেলে আসবেন যেখান থেকে কালো বিড়ালের হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে কোন ভাবেই বাড়ি চিনে বাড়িতে ফিরে আসা এক কথায় অসম্ভব। কালো বিড়ালটিকে বস্তা বন্দী করে গভীর রাতে জমির সাহেব চললেন প্রায় ৫০০ কিলোমিটার দূরের এক গহীন জঙ্গলে। যেখান থেকে কালো বিড়াল তো দূরের কথা, তার বাপও ফিরে আসতে পারবে না আর কোনদিন। প্রায় ২ দিন অনেক কষ্ট করে সেই গহীন জঙ্গলে কালো বিড়ালটিকে জমির সাহেব ফেলে আসলেন। কিন্তু এখন বিপত্তি ঘটলো আরেক জায়গায়। জমির সাহেব এমন এক গহীন জঙ্গলে চলে গিয়েছিলেন যে যেখান থেকে তিনি নিজেই তার বাড়ির পথটি আর চিনছেন না। এখন কি করবেন কি করবেন, জমির সাহেব কোন দিশা করে উঠতে পারছেন না। হঠাৎ জমির সাহেব খেয়াল করলেন তার সেই ফেলে আসা বস্তা বন্দী কালো বিড়ালটি বস্তা থেকে বেরিয়ে জমির সাহেবের বাড়ির রাস্তার দিকে হাঁটা ধরেছে। জমির সাহেব কোন গত্যন্তর না দেখে কালো বিড়ালের পেছন নিলেন। কালো বিড়াল যেদিকে যাচ্ছে জমির সাহেবও সেদিকে যাচ্ছেন। এভাবে করে জমির সাহেব কালো বিড়ালের কারনে তার বাড়িতে পৌঁছুতে পারলেন। জমির সাহেব এখন এই চোর কালো বিড়ালকে কিছু বলতেও পারছেন না, বলবেনও বা কি? কালো বিড়ালটিকে কিছু বললে কি হবে? এতোবার বস্তা বন্দী করে ফেলে আসা হল কিন্তু কালো বিড়ালটি বেশরমের মতো বারবার শুধু চলে আসে।

Moral: বস্তা বন্দী করে আমাদের দেশের একটি কালো বিড়ালকে এই দেশের মানুষ অনেক আগেই ফেলে দিয়েছে, কিন্তু টিভি খুললে এই কালো বিড়ালকে প্রতিদিন দেখা যায়। বড্ড বেশী বেশরম এই কালো বিড়াল।

বিষয়: বিবিধ

১৩৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File