ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম মতবাদ কি রাজনৈতিক??
লিখেছেন লিখেছেন সমীকরণ ২৪ মার্চ, ২০১৩, ০৭:৩৭:৪১ সকাল
সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা মূলত রাজনৈতিক মতবাদ নয়, বরং এটি ধর্মভিত্তিক জ্ঞানার্জন বা নৈতিকতা শিক্ষাকে প্রচলিত শিক্ষাব্যবস্থা থেকে নির্মূলের মাধ্যমে নৈতিকতাবিহীন সমাজ নির্মানের কুচক্রী মতবাদ। মূলত বাস্তবায়নের সুবিধার্থে পশ্চিমারা এর রাজনৈতিক অলংকরণ করেছে মাত্র। এই মতবাদে রাষ্ট্র পরিচালনার কোন মুলনীতিই নেই।
প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ সামাজিক সম্পর্কসমূহ সেকুলারিজমের বিষাক্ত থাবায় আক্রান্ত হচ্ছে। বিবেকের বোবা কান্না সম্প্রতি ভাষা খুজে পেয়েছে বাংলাদেশে, আহত হচ্ছে মানবতা, বিব্রত হচ্ছি আমরা প্রিয় মুখগুলোর সামনে। তবে যে সেকুলারিজম - আমাদের সুস্থ মানসিকতাকে বিনষ্ট করছে, গুরুত্বপূর্ণ সামাজিক সম্পর্কসমূহ ভেংগে বিকৃত যৌনাচার উস্কে দিচ্ছে - সেই সেকুলারিজমকে ঘটনার নেপথ্যের কারণ হিসেবে পরিষ্কারভাবে নির্দেশ করায় আমরা সচেতন হতে পারছি না।
সেকুলারিজম ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজের চিত্র কেমন হবে - বহমান এই নষ্ট সময়ে এখন আর তা কল্পনা করতে হয় না। নিরপেক্ষ মস্তিস্কের কয়েক মুহুর্তের ভাবনাই চোখে আংগুল দিয়ে দেখানোর জন্য যথেষ্ট। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সোহরাওয়ার্দী উদ্যানে চোখ খুলে হাটা দায় - বলছেন সবাই। কিন্তু যারা এই নিতান্ত স্বাভাবিক কর্মটিকে দুস্কর করে তুলেছেন, তারা রাস্তার টোকাই নয়, বরং আমাদের সব্বোর্চ বিদ্যাপীঠের মেধাবী মুখ!! ব্যভিচারকে রঙ্গিন প্রতিশব্দ 'প্রেম' এর মোড়কে এমন সুচতুরভাবে উপস্থাপন করা হয়েছে যে, এটাকে আজ আমরা অন্যায় মানতে নারাজ। 'প্রেম' এর মোড়কে ব্যভিচার সেকুলারিজমের চরম জনপ্রিয় একটি পণ্য। আমরা যে বুঝি না তা কিন্তু নয়, নিরবতা শুধু স্বার্থের প্রয়োজনে। এই অব্যক্ত নিরবতা যে আমাদের নিয়ে যাচ্ছে 'পয়েন্ট অফ নো রিটার্নে' সেটাও ভাবার ফুসরত নেই বস্তুবাদের মোহমাখা মায়াবী এই ছোট্ট জীবনে। এমনকি সুসংগঠিত ইসলামপন্থি সংগঠনসমূহের নিম্ন-মধ্য পর্যায়ের নেতা-কর্মীরাও এই বলয়ের বাইরে নয়!!!
বিষয়: রাজনীতি
১৫৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন