নববর্ষে সাম্প্রদায়িকতার চুলকানি

লিখেছেন লিখেছেন সমীকরণ ১৬ এপ্রিল, ২০১৩, ০৪:০৩:০৩ রাত

বাংলা নববর্ষ আজ আমাদের প্রাণের উৎসব। সম্রাট আকবরের নির্দেশে রাজজ্যোতিষি আমির ফতেউল্লাহ সিরাজী বাংলা বর্ষপূঞ্জির প্রচলন করেন। এটি হিজরি বর্ষপূঞ্জির অনুকরণে রচিত একটি চান্দ্র বর্ষপূঞ্জি। নির্ভুলতার বিচারে বাংলা বর্ষপূঞ্জির মান ইংরেজি (গ্রেগরিয়ান) বর্ষপূঞ্জির উপরে। গ্রেগরিয়ান বর্ষপূঞ্জিতে ৩৩৩৩ বছরে ভুল রয়েছে একদিনের; যেখানে ওমর খৈয়াম প্রবর্তিত চান্দ্রভিত্তিক বর্ষপূঞ্জিতে ৩৭৭৭ বছরে ভূল রয়েছে একদিনের আর হিজরি বর্ষপূঞ্জি নির্ভুল কেননা চাঁদ দেখা সাপেক্ষেই তারিখ নির্ধারিত হয় (পূর্বে তারিখ নির্ধারণ করা যায় না)।

বাংলা বর্ষপূঞ্জির নির্ভুলতা ওমর খৈয়ামের গণনাকৃত চান্দ্রভিত্তিক বর্ষপূঞ্জির সমতুল্য। এমন মহান একটি বর্ষ বরনের উৎসব তো প্রানের উৎসব হওয়াই স্বাভাবিক।

সারা বছর আমরা মানূষ কিছু অশুভ শক্তিকে পরাজিত করতে পারি না। বছরের প্রথম দিনে সে সকল অশুভ শক্তিকে মঙ্গল শোভাযাত্রার কুমির, হাতি, ঘোড়া, বাঘ প্রভৃতি বন্যপ্রাণী দিয়ে বিতাড়ন করে আসছি গত কয়েক বছর ধরে। এর ধারাবাহিকতায় এবারের মঙ্গল শোভাযাত্রায় ৬০ ফুট লম্বা কুমির দিয়ে অশুভ শক্তিকে ঘায়েল করার বন্দোবস্ত করা হয়েছিল। এতেই বিপত্তি!! এটা নাকি মূর্তিপূজার অনুকরণ!! আসল ঘটনা সাম্প্রদায়িক শক্তি লম্বা মূর্তি দেখে গেছে ভড়কে!!

দেখলাম, এক ব্লগার লিখেছে,

আমার ধর্মে মূর্তি নাই, অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমার মূর্তি লাগেনা। আমার উপর মূর্তি চাপিয়ে দিয়ে এবং তার উদ্যত প্রচারণা করে তোরা চরম সাম্প্রদায়িক আচরণ করেছিস। এটা কি ইসলামের বিরুদ্ধে তোদের সেই চিরন্তন চক্রান্ত? এটা তোদের মূর্খতা নাকি ভণ্ডামী?


একেই বলে সংকীর্ণমনা। মুসলমানরা উদার জাতি। সামান্য মূর্তি নিয়ে মঙ্গল শোভাযাত্রা করলে আপনি আঘাত পান!!

তিনি আরও লিখেছেন,
এবার ক্রিসমাসে ইংল্যান্ডে দুই সপ্তাহের ছুটি পেয়েছিলাম যদিও ঈদের দিনে কোন ছুটি নাই। অথচ এটা অসাম্প্রদায়িক দেশ।


আমি দারুণ মর্মাহত!! আপনিই বলুন, ব্লগাররা হচ্ছে প্রগতিশীলতার আত্না। তারা যদি এভাবে বিপথগামী হয়, আমাদের অসাম্প্রদায়িকতার কি হবে?? বিপথগামী এসব ব্লগারকূলকে সুপথে ফিরিয়ে আনতে সাম্প্রদায়িকতা-অসাম্প্রদায়িকতার সহজবোধ্য সংজ্ঞা নিচে দিলাম।

ইসলামী বিধি-বিধান ও মুসলমানদের ভালবাসাকে সাম্প্রদায়িকতা বলে। পক্ষান্তরে, ইসলামী বিধি-বিধান ও মুসলমানদের অবজ্ঞা ও আঘাত করাকে অসাম্প্রদায়িকতা বলে।


আশা করি, উপকৃত হলেন। আসুন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি!!

বিষয়: বিবিধ

১৬০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File