অন্ধকার যুগের বাসিন্দাদের ভয়াল কান্ড??

লিখেছেন লিখেছেন সমীকরণ ১১ এপ্রিল, ২০১৩, ০৮:০০:২১ সকাল

হে নির্বোধ, ভিডিও তে দেখে নাও!!

1001 Innovations Secrets

তুমি ভুলে গেছ মেকানিক্যাল জিনিয়াস, রোবটিক্সের জনক আল জাজারির ইঞ্জিনিয়ারস এলিফ্যান্ট ঘড়ির কথা যেটি একসাথে পৃথিবীর সব অঞ্চলের সময় দিতে পারত, তার ঘূর্ণন গতিকে সরল গতিতে রূপান্তরের অনবদ্য আবিষ্কার। পরিচিত হও আকাশযানের পথিকৃৎ আব্বাসের (রাইট ভ্রাত্রদ্বয়ের হাজার বছর আগে) অবদানের সাথে। আল হাতামীর প্রথম প্রজম্মের ক্যামেরা, ক্যামকোডার ও সিনেমা, সার্জারীর জনক আবুল কাশেম ও তার সার্জারী যন্ত্রাংশ - যা আজও পৃথিবীর শীর্ষস্থানীয় সার্জনরা ব্যবহার করছে; মহীয়সী মুসলিম নারী বিজ্ঞানী মারিয়ামের উদ্ভাবিত অ্যাস্টোল্যাব - যা দিয়ে দিক নির্ণয়, গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ণয়, উপগ্রহের দিক পরিবর্তন, সময় গণনা, আবহাওয়ার পূর্ভাবাস কি করা যেত না।

Engineers Elephant Clock by Al Jajari

এখন আপনিই বলুন, মুসলিম যুগ কি অন্ধকার যুগ না কি স্বর্ণালী যুগ??

ছয়-সাত বছর আগে তেহরান বিশ্ববিদ্যালয়ের ভিসি যথার্থই বলেছিলেন,

মুসলিম বিশ্ব যে পরিমাণ ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরী করেছে; তার কিয়দাংশ যদি বিজ্ঞানের ঐতিহাসিক তৈরী করত, তাহলে আমরা সহজেই বিশ্বকে দেখিয়ে দিতাম - বিজ্ঞানে মুসলিমদের অবদান কত বেশী।

বিষয়: আন্তর্জাতিক

১৪৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File