সুরা ফাতেহা কাজী নজরুল ইসলাম

লিখেছেন লিখেছেন গাজী ফরিদ ৩০ মার্চ, ২০১৩, ০৮:৫৪:২০ রাত

(শুরু করিলাম) লয়ে নাম আল্লাহর,

করুণা ও দয়া যাঁর অশেষ অপার।

সকলি বিশ্বের স্বামী আল্লাহর মহিমা,

করুণা কৃপার যার নাই নাই সীমা।

বিচার - দিনের বিভু! কেবল তোমারি

আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি।

সরল সহজ পথে মোদেরে চালাও,

যাদের বিলাও দয়া সে পথ দেখাও ।

অভিশপ্ত আর পথ -ভ্রষ্ট যারা, প্রভু,

তাহাদের পথে যেন চালায়ো না কভু!

সুরা-শ্লোক। ফাতেহা-উদঘাটিকা।

যাবতীয় সুরার শানে -নজুল ও আবশ্যকীয় হাওয়ালা পরিশিষ্টে দ্রষ্টব্য।

বিষয়: সাহিত্য

১৩৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File