একটি মজার জিনিস ফেসবুক লাইফ ইভেন্ট

লিখেছেন লিখেছেন গাজী ফরিদ ২৭ মার্চ, ২০১৩, ১০:১৪:০৬ রাত

ঘর হতে বের হলেই মা খুব আমাকে নিয়ে চিন্তা করেন। তিনি আমাকে বলেন বাবা দেশের অবস্থা ভাল না, ঘর হতে যখন তখন বাহিরে যাস না। তাই আজ ঘরে বসে ফেইসবুকে মেগাবাইট খরচ করি। কিন্তু আজ ফেইসবুকে ঢুকে ভালই লাগল টাইমলাইনের নিচে দেখতে পেলাম লাইফ ইভেন্ট, জিবনে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। আমি অনেক দিন ধরে এটাই চেয়েছিলাম। এককথায় বিষয়টি বিটিভি সম্প্রচারিত "ফিরে দেখা" অনু্ষ্ঠানের মত। শিক্ষা,কর্মক্ষেত্র,পরিবার বাসস্থান এবং ভ্রমন কাহিনী সংযুক্ত করিয়া বছরের নির্দিষ্ট ঐ দিনে সংযুক্তিগুলি দেখানো সম্ভব। বিষয় ক্যাটাগরি যদি না মিলে তাহলে আদার নির্বাচন করা যাবে এবং বিশেষ আকর্ষণ হলো প্রতিটি বিষয়ের সাথে ছবি সংযুক্ত করা যাবে তবে মনে রাখতে হবে এখানে যে তারিখ সংযুক্ত করা হবে বছরের ঐ তারিখে বিষয়গুল দেখা যাবে।

মো: ফরিদ

বিষয়: বিবিধ

১৪৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File