ধর্ম যার যার প্রেসিডেন্ট সবার।
লিখেছেন লিখেছেন নষ্ট প্রজন্ম ২৫ এপ্রিল, ২০১৩, ১২:৪৫:০৭ রাত
আজ বিসমিল্লাহ না বলেই শপথ বাক্য পাঠ করেন আমাদের নতুন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
বাংলাদেশের সংবিধানের শুরুতে এখনো বিসমিল্লাহ আছে তারপরও কেন প্রেসিডেন্টের শপথ বাক্যে বিসমিল্লাহ বলা হলো না এর কারন জানতে চাইলে তিনি বলেন শেখ হাসিনার নির্দেশ।
এ ধরনের নির্দেশ দেয়ার কারন কী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন
কোন বিশেষ ধর্মের রীতি প্রেসিডেন্টের মেনে চলার প্রশ্নই আসেনা।
কিন্তু এতে কী সংবিধান লংঘন হয়নি এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন হলে না হয় একটু হয়েছেই
তবু তো ধর্ম নিরপেক্ষতার অপূর্ব দৃষ্টান্ত স্থাপন হয়েছে!
তিনি আরও বলেন ৭২ এর সংবিধানে তো বিসমিল্লাহ ছিল না তারপরো তো আমার বাপের শাসনামলে ১২- ১৩ লাখ মানুষ না খেয়ে মরেনি।
আপনারা বিসমিল্লাহ নিয়ে এতো লাফান কেন আমি বুঝিনা।সব কিছুতে বিসমিল্লাহ খোঁজার কোন মানে হয়না।
বিষয়: বিবিধ
১৮৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন