রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকা সুনাগরিকের কর্তব্য
লিখেছেন লিখেছেন বাংলারবিবেক ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৪৮:২৪ রাত
আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি , রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকা সুনাগরিকের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য। আমি দেশের সকল পরিবেশ ও পরিস্থিতেই আমৃত্যু আনুগত্য প্রকাশ করতে চাই।
কিন্তু আমি উদ্বিগ্ন হই যখন দেখি এ সোনার দেশটাকে কিছু অসাধু ব্যক্তি তাদের কুক্ষিগত করে রাখতে চায়। বর্তমানে এবং বিগত সরকারের আমলে যে ধরনের দূর্নীতি , স্বজনপ্রীতি , দলীয়করণ নীতি , ঘুষ বাণিজ্য , রাজনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদি দেখেছি এবং দেখছি ; তাতে মনে সন্দেহ জাগে যে , এদেশ কি কখনো মাথা উচুঁ করে দাঁড়াতে পারবে??
তাছাড়া এমতাবস্থায় , আমাদের দেশের কলুষিত রাজনীতির ধারাকে পরিহার করে, সুস্থ রাজনৈতিক চর্চা কি জরুরী নয়???
আসুন না আপনি আমি সবাই মিলে সুস্থধারার রাজনৈতিক চর্চার মাধ্যমে দেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করে , দেশটাকে উন্নতির চরম শিখরে নিয়ে যাই।
বিষয়: রাজনীতি
১৫২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন