"এক কাপ চা"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ১৯ ডিসেম্বর, ২০১৫, ০২:১৩:০৭ দুপুর
এই চা খাবে?
চা দিব এক কাপ?
সাথে দিয়ে, খানিকটা লেবু।
আনমনে ভেবেছি কেবল
যাপিত জীবনে-
কেউ কি এভাবে বলেছিল কভু?
বাহঃ
এক কাপ চায়ে
এতটুকু প্রীতি?
হেসে শেষে বলেছি শুধু
এ তোমার বোঝার সাধ্য নেই,
নেই মোর বোঝানোর-
এ যেন সবি আমার অমুল্য স্মৃতি।
সবারি তো থাকে কিছু
বলা না বলা
সুখ দুঃখের গল্প-
ভেজা চোখে খুঁজি তারে
অসময়ে যে আমারে,
শান্তনা দিয়েছিল অল্প।
@};
ধন্যবাদ সবাইকে।
বিষয়: বিবিধ
২০০৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনে হলো আব্দুল মান্নান সৈয়দের কবিতা পড়ছি।
জাজাকাল্লাহ
কতদিন পর......!!
কোথায় উনি
আর
কোথায় আমি?
হা হা হা......।
চাকুরীর কারণে ব্যস্হ থাকতে হয় তাই লেখালেখিও হয়ে উঠেনা আগের মতন। যাইহোক, ধন্যবাদ আপনাকে। দোয়াতে মনে রাখবেন।
সুন্দর অনুভূতি। শুভকামনা রইলো। কেউ আপনাকে এক কাপ চা দিক, যেভাবে আপনার মন চায়!
এগুলো সবি তো ভাই কল্পনার আলপনা। এখানে বাস্তবতা খুঁজে বেড়ানোর বোকামি কারোরই করা ঠিক হবে না। বিশেষ করে আপনাদের মতো কবিদের তো নয়ই। হা হা হা ধন্যবাদ সিরাজ আপনাকে। অনেক অনেক শুভেচ্ছা রইল।
মন্তব্য করতে লগইন করুন