"রোজা"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ২৮ জুন, ২০১৪, ০৭:১৩:০০ সন্ধ্যা
রোজা এল
বছর ঘুরে
এল খুশীর বান,
দু'হাত তুলে
চাইব আল্লাহর
অশেষ মেহেরবান।।
কইব কথা
তাহার সাথে
কেবলা মুখী হয়ে,
পুলসিরাতে
সহায় হয়ে
থাকে যেন লয়ে।।
বিষয়: বিবিধ
১৫৪৫ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ যেন আমাদের সবার গুনা মাফ করে আমাদের কবুল করে নেন। দোয়া ও শুভেচ্ছা রইল। ধন্যবাদ।
রমযানুল মুবারক!
রমযানের শুভেচ্ছা রইল। অনেক অনেক ধন্যবাদ।
খুব ভালো লাগলো। অনেক শুকরিয়া।
আপনাদের ভালোলাগা আমাকেও ভালো লাগায়। অনেক অনেক ধন্যবাদ।রমযানের শুভেচ্ছা রইল।
চেহারা বদলায়-চরিত্র বদলায় না
চোর ডাকাত হয়-ডাকাত হয় নেতা!
এখন সুধু কম্বল নয়-
চুরি যায় গরীবের কাঁথা...,
*********************
কবি জোবায়ের চৌধুরি ধন্যবাদ এই অসাধারন মর্ম শ্পর্শী কবিতাটির জন্য।
রহমতের এই মাসে আল্লাহ যেন সবাইকে বদলে গিয়ে অন্ধকার থেকে আলোয় ফেরার তওফিক দান করেন।
চমৎকার কাব্যিক মন্তব্যের জন্যে আপনাকে অনেক ধন্যবাদ। তবে কবি বলাতে হাসি পাচ্ছে.... ওটা না বললেও পারতেন। হা হা হা
তব সুন্দর যেন হয় মোদের অন্তর।
আপনার নাম ও ছবি দেখলে নিজের অজান্তেই পকেটে হাত চলে যায়... হা হা হা।
আশাকরি রমযান মাসে একটু সংযমী হবেন। ধন্যবাদ
ধন্যবাদ, আপনাদের ভালো লাগা নিঃসন্দেহে প্রেরণা যোগাবে। রমযানের শুভেচ্ছা রইল।
রমযান মোবারক। দোয়াতে মনে রাখার একান্ত অনুরোধ রইল।
কিভাবে লিখুম ? আমার গুলাতো আপনি আগে ভাবে লিখে ফেলেন।
রমযান মোবারক..... দোয়াতে মনে রাখার একান্ত অনুরোধ রইল।
হে আল্লাহ আমাদের রামাদ্বান মাসে রাসূলুল্লাহ(সা) নির্দেশিত আমলগুলো সুষ্ঠুভাবে করার তাওফিক দিন। আমিন।
আমিন......।
বল্গে স্বাগতম সেই সাথে রমাযানের শুভেচ্ছা রইল।
অনেক অনেক শুভেচ্ছাসহ ধন্যবাদ। রমাযান করিম।
তাহার সাথে
কেবলা মুখী হয়ে,
পুলসিরাতে
সহায় হয়ে
থাকে যেন লয়ে।।.
মারহাবা। রোজার উপর অনেক সুন্দর কথা দিয়ে কবিতা লিখেছেন। ভাল লাগার কবিতা। ধন্যবাদ।
ভূঁয়সী প্রশংসার জন্যে অনেক ধন্যবাদ। প্রেরণার সাথী হয়ে রইলেন।
অনেক ধন্যবাদ।
অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ প্রিয় ভাই
সুন্দর মন্তব্যের জন্যে
শোকরিয়া জানাই।
মন্তব্য করতে লগইন করুন