"শূন্যের উপর ঘর"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ১১ জুন, ২০১৪, ০৪:২৭:৩৫ বিকাল
শূন্য দিয়ে
বাঁধী আমি
শূন্যের উপর ঘর,
কল্পনাতীত
শূন্য দেখে
আপন হচ্ছে পর।।
চাইনা আমি
দেখতে কেবল
সংখ্যা ভরা মুখ,
সবকিছুতে
অন্ক কষে
যায় কি পাওয়া সুখ ?।।
অন্কে আমি
ভীষন কাঁচা
সবকিছুতে ঠকি,
আপন জনদের
অন্ক দেখে
নিজে নিজেই বকি।।
হা হা হা.....।
বিষয়: বিবিধ
১৭০৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার হয়েছে নাকি? ধন্যবাদ।
হা হা হা..... কারণ, শূন্যের উপর দিয়ে শূন্যের ঘরে ঘুরে এসে বেশ ভালো লাগছে, তাই।
লাভ কি বলুন?
চারদিকে সব প্রিয়জন।
শূন্য রেখে,
মিশুন সবে
ভাবুন তারা আপনজন।
অংক কষে,
লাভ কি বলুন?
জটিল জীবন ভুলে যান।
সাদা-সিদে,
জীবন যাপনে
সুখী-সুন্দর দিন কাটান।
চমৎকার এই ছড়া মন্তব্যটির জন্যে অনেক শুভেচ্ছা রইল, আমার ব্লগ কুটিরের মেহমান হওয়ার জন্যে এক্সট্রা ধন্যবাদ।
ভীষন কাঁচা
বুদ্ধিশুদ্ধি কম,
সেরাম বলতে
কি বুঝিয়েছেন?
বলুন দেখি মন।
আপনার মত সিনিয়র ব্লগারের ভাল লাগা, আমার জন্যে মেঘ না চাইতে বৃষ্টি পাওয়া। ভালো থাকবেন সব সময়।
এটাও কিন্তু কম সুন্দর হয়নি, হা হা হা হা।
অনেক ধন্যবাদ আপনাকে।
শূন্য দিয়ে
বাঁধী আমি
শূন্যের উপর ঘর,
কল্পনাতীত
শূন্য দেখে
আপন হচ্ছে পর।।
মন্তব্য করতে লগইন করুন