"অনুভবের সুখ"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ০৫ জুন, ২০১৪, ১০:২৬:৩৩ রাত
ছুটিতে যাবার সময় এলেই সুখ দুঃখের অনুভুতিগুলো আমাকে ঘিরে ধরে। আপনজনদের পাশে পাওয়ার আনন্দের চাইতে তাদের আবার ছেড়ে আসতে হবে এই বেদনা আমাকে কাহিল করে আরো বেশী। তারপরও যেতে হয়, যাই।কান্না রোগকে সামলে আনন্দ বেদনার ছোট বড় একগাদাঁ স্মৃতি নিয়ে আবার ফিরেও আসি। সব যে দুঃখের কান্না তা কিন্তু নয়, অনেক সময় সুখেও চোখ দুটো ভিজে যায়।
এবারো তার ব্যতিক্রম হয়নি, সেদিনের কথা। ঘুমোতে যাব, যাওয়ার আগে ছেলের রুম হয়ে বাথরুমে যাচ্ছি। ছেলে আমাকে বলল, আব্বু আমি একটি গল্প লিখেছি। আমি স্পষ্ট করে নেওয়ার জন্যে পাল্টা প্রশ্নের মত করে বললাম,
জ্বি আব্বু?
ছেলে অনেকটা লজ্জিত ভঙ্গিতে উত্তর দিল.......
আমি, আমি হল, একটি গল্প লিখেছি।
কই দেখিতো?
প্যান্টের পকেট থেকে অনেকটা কোচকাঁনো তিনটি পাতা বের করে দিল। রাজার তিন ছেলে এবং বনের কাহিনী নিয়ে মোটামোটি পাতা তিনকে লিখে ফেলেছে সে।লেখার মাঝে মাঝে ত্রুটিযুক্ত শব্দগুলো তার লেখনির নিজস্বতার সাক্ষ্য দিয়ে যাচ্ছিল। গল্পটি পড়ে আলতো করে তাকে বুকে জড়িয়ে ধরলাম, অন্য রকম এক ভালোলাগা আমার মনটা ভরিয়ে দিল যা আগে কখনো কোথাও খুব একটা আমার অনুভব করা হয়নি। এ কেবলি ভালো লাগা নয়, এ যেন অন্যরকম এক সুখ, অনুভবের সুখ। যদিও চোখ দুটি ছিল আমার অশ্রুসিক্ত।
সবার দোয়া কাম্য।
বিষয়: বিবিধ
১৭১২ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুস্থ ছিলেন?
ধন্যবাদ আপনাকে। পুরোনোরা সবাই দেখি হাওয়া হয়ে গেছে।
ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ।
সবাই কম আসে এখন
হা হা হা....। সামনে বিশ্বকাপ।
ইচ্ছে করলেই কি আর কবিতা লেখা যায়? আমার হয়ে উঠে নারে ভাই। ধন্যবাদ।
আপনার দায়িত্বটা পালন করুন। আল্লাহ আপনাকে সেই সুযোগ দান করুন।
আপনার কবিতার পাঠক বানাবেন। প্রত্যাশা করি আমাদের এই অঙ্গনে সে একদিন আপনার চাইতে ও বড় হবে। আমাদের মুখ উজ্জল করবে।
আশাকরি ভালো আছেন।
মনে হয়, আমাদের দেশে যদি এই নিয়মটা থাকত। দেশের বড় বড় রাজনীতিবিদরকে বাধ্যতামুলক দুই বছর প্রবাস জীবনের চাকুরীর অভিজ্ঞতা থাকতে হবে। হা হা হা.......।
ধন্যবাদ আপনাকে। আশাকরি ভালো আছেন।
মন্তব্য করতে লগইন করুন