"হৃদয় ক্ষরণের আলপনা"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ৩০ মার্চ, ২০১৪, ০৩:১৫:২৭ দুপুর
পড়ে যাওয়ার ভয়ে
এখন আর ফ্লোরিং করিনা,
তবে ভয়কে পুরোপুরি জয় করেছি তাও কিন্তু না।
যদিও মধ্যরাতের স্বপ্নে,
জোসনা ঢালা পথ বেয়ে
এখনো যখন একাকী হেটে বেড়াই,
অনুভব করি তোমার অশরীরিয় সঙ্গ।
হিম শীতল বাতাসে এখনো ভেসে আসে
তোমার সেই চেনা কন্ঠস্বর...
সেই পুরোনো অভিমানী প্রশ্ন....
ভুলে যাবে নাতো আমায়?
উত্তরে বলি, বারে বারে বলি
শ্বাস নিতে কি কেউ কখনো ভুলে যায়?
তুমি ছিলে,
তুমি আছ,
তুমি থাকবে.........।
আমার শ্বাস নিঃশ্বাসের
প্রতিটি শাখা প্রশাখায়।
সাঙ্গ হতেই
বালিশ জুড়ে দেখি
গড়িয়ে পড়া অশ্রু চিহ্ন, যদিও জানি -
এ কোন কান্না নয়
বরং
হৃদয় ক্ষরণের আলপনা।
বিষয়: বিবিধ
১৯৬৩ বার পঠিত, ৪২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক্কিসু মন করায় দিলেন তো...
আমার যা মনে হলো বললাম। কষ্ট পেলে সরি।
(ভালো লাগলো || ধন্যবাদ || পিলাচ || মাইনাস || অনেক ধন্যবাদ || স্বাগতম || )
অনেক ধন্যবাদ।
বালিশ জুড়ে দেখি
গড়িয়ে পড়া অশ্রু চিহ্ন, যদিও জানি -
এ কোন কান্না নয়
বরং
হৃদয় ক্ষরণের আলপনা।
আপনাদের শাণিত কবিতার ভাব দেখলে ইচ্ছে করে ফ্যামেলী দেশে পাঠিয়ে দেই। তার পর তাকে নিয়ে সারা রাত নির্ঘুম কাটিয়ে দেই। কল্পনা করতে করতে আমিও লিখি প্রিয়ার যাতনায় বের হয়ে আসা শ্রেষ্ট কবিতা। রচনা করি কবিতার মহাকাব্য।
ধন্যবাদ। খূব ভাল লাগল। অনুভুতিগুলো ভিন্ন ধাচের। ভাবতে ভাবতে খাট থেকে পড়ে যাবার ভয়ে ফ্লোরিং করা। তবুও কল্পনায় হেটে হেটে নিরাপদভাবে ঘুরে বেড়ানো, ভালবাসার বুনো জালে আটকে পড়ে কিবতার ছন্দ....
সেই ভুল কখনো করবেন না। আপনি এমনিতেই খুবই ভালো লেখেন। ধন্যবাদ, আপনার চমৎকার মন্তব্যের জন্যে। ভালো থাকবেন সব সময়।
নারীর বিরহে, নারীর মিলনে,নর পেল কবি-প্রাণ,
যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান।
"নারীর বিরহে, নারীর মিলনে,নর পেল কবি-প্রাণ,
যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান"।
আপনার লেখনিই তার শ্রেষ্ট প্রমান..........।
ধন্যবাদ আপনাকে।
ভাই,
সে সেটা কে? তাকে তো আজো দেখলাম না।
জোছনা রাতের তারারা লুকোচুরি খেলে
-দৃষ্টি বিভ্রাট হয়ে
স্মৃতিরা ঊকি মারে বর্তমানের জানালায়
যে পথে ভালোবাসার পলায়ন হয়েছিলো
আমি শিখি লিখি প্রতিনীয়ত প্রানদন্ড পেয়ে
হয়ত এমনি এমনি যাবে আরো কিছুকাল
মরিচিকা স্বপ্নের ব্যখ্যা তালাশে
অবশেষে স্বপ্ন ভেঙ্গে বর্তমানে ফেরা হবে
দিবালোকে দেখা হবে অদৃশ্য শূন্যতা
ব্যস্ততার আড়ালে অনুভুতি কেঁদে মরবে
ঝরে পরবে স্বপ্ন দেখার একেকটি শুভ্র পালক
স্বপ্নেরা অধরাই থেকে যাবে দিবালোকে
নি:শব্দে সমাপন হবে স্বপ্ন দেখার ।
************************
কবি আপনার কবিতা যত পড়ি ততই মুগ্ধ হই!!! অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন