"রাজাকার প্রীতি এবং রাজাকার ভীতি"

লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ২২ মার্চ, ২০১৪, ০৭:৩৩:২৮ সন্ধ্যা

সেদিন হাইব্রীড় মন্ত্রী কামরুল আহবান জানিয়েছে কোন রাজাকার ও জামায়াত শিবিরের কারো সাথে আত্মীয়তার সম্পর্ক না করতে। জানিনা ৭১ সালে রাজাকার ভাইয়ের ছাপাখানার দ্বায়িত্বশীল এবং হাল আমলের মুক্তিযুদ্ধের সোল এজেন্টধারী এই মন্ত্রীর কথা শুনে শেখ হাসিনা ও তার ভাই শেখ সেলিমের কি প্রতিক্রিয়া হয়েছিল।

এই সকল হাইব্রীড় বালরা রাজাকার রাজাকার করে লম্পঝম্প করলেও তাদের নেতা শেখ হাসিনা ও তার মারমুখো ভাই শেখ সেলিম নিজেদের কন্যা দান এবং গ্রহন যে দেশের দুই বিখ্যাত রাজাকার পরিবার থেকে করেছেন, সে কথা বেমালুম ভুলে যান। শাহবাগের গান্জাসেবীরাও বিরানীর টাকা বন্ধ হয়ে যাবার ভয় একবারও উচ্চারণ করেনা, ন তে নুরু রাজাকার, ম তে মুসা রাজাকার। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, নুরু / মুসা রাজাকারের ফাঁসি চাই।

শুধু মাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যে ওরা তাদের রাজাকার প্রীতিকে পাবলিকের কাছে রাজাকার ভীতি হিসেবে চালিয়ে দেয়, তাও আবার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে।

আসলে এরা কখনোই বাংলাদেশী ছিল না, ৭১ সালেও না, এখনো নয়। না হয় আমার দেশের অনুষ্টান পরিচালনার ভাষা হিন্দি হয় কি করে?

বিষয়: বিবিধ

১৬৭৩ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196301
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আসলে এরা কখনোই বাংলাদেশী ছিল না, ৭১ সালেও না, এখনো নয়। না হয় আমার দেশের অনুষ্টান পরিচালনার ভাষা হিন্দি হয় কি করে?
২২ মার্চ ২০১৪ রাত ০৮:৪১
146454
জোবাইর চৌধুরী লিখেছেন : ধন্যবাদ.... RoseGood Luck Rose
196322
২২ মার্চ ২০১৪ রাত ০৮:২৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : কি ব্যাপার!? কবি হঠাৎ করে গদ্য রচনা করলো? Tongue Thinking Thinking Thinking
২২ মার্চ ২০১৪ রাত ০৮:৪৫
146457
জোবাইর চৌধুরী লিখেছেন : আমি আবার
কবি ছিলাম কবে?
গদ্য লেখায়
বাঁধা দিতে হবে?
হা হা হা....। RoseGood Luck Rose
২২ মার্চ ২০১৪ রাত ০৮:৫৪
146461
ফাতিমা মারিয়াম লিখেছেন : বাধা দেই নাইSmug

উৎসাহ দিলাম কবিভাই Thumbs Up Bee
২২ মার্চ ২০১৪ রাত ০৯:০২
146464
জোবাইর চৌধুরী লিখেছেন :
হা হা হা।
আমি জানতাম, তাই থ্যান্ক য়ু.......।
উৎসাহ যোগানোর জন্যে আবারো ধন্যবাদ জানাই।
196323
২২ মার্চ ২০১৪ রাত ০৮:২৮
বুঝিনা লিখেছেন : আসলে এরা কখনোই বাংলাদেশী ছিল না, ৭১ সালেও না, এখনো নয়। না হয় আমার দেশের অনুষ্টান পরিচালনার ভাষা হিন্দি হয় কি করে? Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
২২ মার্চ ২০১৪ রাত ০৮:৪৯
146459
জোবাইর চৌধুরী লিখেছেন :
আমিও বুঝিনা
কেন দেয় হাসিনা
এত শত যাতনা।। RoseGood Luck Rose

ধন্যবাদ মন্তব্যের জন্যে।
196341
২২ মার্চ ২০১৪ রাত ০৯:১৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসলে এরা কখনোই বাংলাদেশী ছিল না, ৭১ সালেও না, এখনো নয়। না হয় আমার দেশের অনুষ্টান পরিচালনার ভাষা হিন্দি হয় কি করে?
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
146777
জোবাইর চৌধুরী লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য। দোয়াতে মনে রাখবেন।Good Luck Good Luck Good Luck
196369
২২ মার্চ ২০১৪ রাত ১০:৩৯
প্রবাসী মজুমদার লিখেছেন : রাজাকার শব্দটি দিয়ে এ জাতিকে বিএনপি জামাতের বিরুদ্ধে ক্ষেপাতে গিয়ে ঘুমন্ত মানুষগুলোকে সচেতন করে তুলেছে। উপজেলা নির্বাচনের পর তাদের মাথাব্যাথা হতে তা জাতি বুঝতে পেরেছে।

অভিজাত্যহীন এসব নেতারা জীবনে হয়তবা আর ক্ষমতায় ফিরে আসতে পারবেনা। তাই তারা বুকফাটা আর্তনাদের মধ্য দিয়ে জাতিকে জানাতে চায়, ক্ষমতা ছাড়লে বিডিআর, হেফাজতের আত্মাগুলো রুখে দাড়াব। পালানোর জায়গা যে নেই।

ধন্যবাদ।
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২১
146779
জোবাইর চৌধুরী লিখেছেন : রুখে দাঁড়ানো ছাড়া আর কোন পথ নেই। ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্যে। ভালো থাকবেন।
196379
২২ মার্চ ২০১৪ রাত ১১:১৫
আব্দুল গাফফার লিখেছেন : ওদের কথাই ওরাই ফেসে যাবে
সময় ফুরিয়ে এসেছে তাই শেষ হংকার । এদের অবস্থা এর চেয়েও করুণ হবে
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২২
146780
জোবাইর চৌধুরী লিখেছেন : হ্যা আল্লাহ ই জানে এই দেশের ভবিষ্যত কি। মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।Good Luck Good Luck Good Luck
196457
২৩ মার্চ ২০১৪ রাত ০৩:৩২
প্যারিস থেকে আমি লিখেছেন : কবি সাহেব কবিতা ছেড়ে.............।
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
146781
জোবাইর চৌধুরী লিখেছেন : কি? কোনটাই ধরিনি আবার কোনটাই ছাড়িনি। হা হা হা...Good Luck Good Luck Good Luck
196580
২৩ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৩
ইবনে আহমাদ লিখেছেন : চরিত্রটা ই এমন।কিন্তু পাবলিক তো বুঝে না।
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
146783
জোবাইর চৌধুরী লিখেছেন : বুঝে তবে একটু টাইম নিয়েই বুঝে। ইতিহাসের পাতায় চোখ মেলালে বুঝা যায়, আমাদের ভুখন্ডের মানুষ বরাবরেই অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁডিয়েছে। ধন্যবাদ আপনাকে। Good Luck Good Luck Good Luck
199674
২৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৩
egypt12 লিখেছেন : এরা বাংলাদেশী না বাঙ্গালী তাই এরা ভারতের প্রদেশ কলকাতার প্রেমে মুগ্ধ...তাই কলকাতার আব্বা দিল্লির খুব আপনজন
২৯ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৪
149361
জোবাইর চৌধুরী লিখেছেন : ধন্যবাদ আপনার আগমনে। আমিতো মনে করেছিলাম জেনারেল সিসি মুরসীর সাথে আপনাকেও জেলে ঢুকিয়েছে। ভালো থাকবেন সব সময়।
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:২১
149841
egypt12 লিখেছেন : http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2498/egypt12/38235 বিপ্লব আমার নাম
১০
201836
০২ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : টাক সমাচার..

আব্দুল মান্নান মুন্সী
*************
মন্ত্রী সাবের মাথায় টাক,
মাথার ভেতর মহা ফাঁক।

গায় গতরে মোটা তাজা,
ভাবখানা তার মহারাজা।

কথায় কথায় গালাগালি,
তার উপরে করতালি।

মনের ভেতর হাট্রিমাটিম,
তিনি ছাড়া সব পঁচাডিম,

চোখ রাঙ্গিয়ে কথা বলেন,
সম্মানীদের চামড়া তুলেন।

প্রথম ধাপেই মন্ত্রী হলেন,
বিষণ তাপে কথা বলেন।

আগে পিছে ভাবেন্না সে,
মিথ্যা বলেন ভেংচি হেসে।

ক্ষমতা তার অনেক বেশি,
যাকে তাকে দিবেন ফাঁশি।

দেশটা তাহার পিতামহের,
আর যতসব ভিন্ন গ্রহের...।

*কবি জোবাইর চৌধুরিকে আর বেশি বুঝানোর আছে কি...?*

৬/২/২০১২ইং
বিষয়শ্রেণী: সাহিত্য
শেয়ার করুনঃ
৩০৪ বার পঠিত, ৫০ টি মন্তব্য


০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৬
151672
জোবাইর চৌধুরী লিখেছেন : ঐ টাক মন্ত্রীর হাকঢাক দেখে মনে হচ্ছে সেই দেশের মালিক। অসাধারন লিখেছেন। ধন্যবাদ কবি আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File