"ভালোলাগা'র চন্দ্রবিন্দু"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ০৫ মার্চ, ২০১৪, ০৪:১১:৫৩ বিকাল
তোমার স্মৃতিতে
হয়তোবা ধুসর আয়না।
তবে, বিন্দু বিসর্গ কোনটাই আমি ভুলতে পারিনি।
এখনো মনে আছে -
ঝুম বৃষ্টির সেই দিনে,
গ্রামীন মেঠো পথ বেঁয়ে যখন যাচ্ছিলাম।
ছোট্ট ছাতাটা অনেকখানি
তোমার দিকেই ধরে বলেছিলাম -
যেন ভিজে না যাও।
সারাটা পথ ভিজে ভিজে সেদিন
আমি তোমার উষ্ণতা রক্ষা করেছিলাম।
নাকের ডগায় জমানো অনেকগুলো ভালোলাগা বিন্দু এবং
অকৃত্রিম চাহনির অনসকার ও চন্দ্রবিন্দুর জন্যে
আমি ছিলাম পুরোটাই অপ্রস্তুত।
ব্লগার আলমগীরের অনুরোধেই কল্পনা প্রসুত কতগুলো শব্দগুচ্ছ।
বিষয়: বিবিধ
২৩৭৪ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হয়তোবা ধুসর আয়না।
তবে, বিন্দু বিসর্গ কোনটাই আমি ভুলতে পারিনি।
ক্যান লিখতে গেলেন এই কথা। আমার হৃদয় ভেঙেচুরে চুরমার হয়ে যাচ্ছে।
ধন্যবাদ
করলে রাখার মানুষের অভাব হবে বুঝি?
ধন্যবাদ।
ধন্যবাদ।
দিনে দিনে তাই
কবি হয়ে যাই.......
সারাটা পথ ভিজে ভিজে সেদিন
আমি তোমার উষ্ণতা রক্ষা করেছিলাম।
নাকের ডগায় জমানো অনেকগুলো ভালোলাগা বিন্দু এবং
অকৃত্রিম চাহনির অনসকার ও চন্দ্রবিন্দুর জন্যে
আমি ছিলাম পুরোটাই অপ্রস্তুত।
বৃষ্টিতে ভেজা প্রিয়ার কল্পিত রুপের বর্ননা সত্যিই আকর্ষনীয়। হৃদয়ের ক্যামেরায় দেখা প্রিয়সীর নাকের ডগা বেড়ে পড়া বৃস্টি ফোটা যেন হিরার সৌন্দয্যকে হার মানায়।
ধন্যবাদ।
মাঝে মাঝে
উল্টোটা যে হয়না,
তা কিন্তু নয়।
অনেক ধন্যবাদ।
আমিও কবি হলাম বলে।
কবির ছায়া সত্যিই মনটাকে কবি কবি করে দেয়।
শুকরিয়া
র্যবের মিডিয়া বিভাগকে জানানো প্রয়োজন।
অনেক মোবারকবাদ। আমি কিন্তু কবিতা বুঝিনা। তার পরও বেশী ভাল লেগেছে।
মন্তব্য করতে লগইন করুন