"তাহার পাশে"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ০২ মার্চ, ২০১৪, ০২:১৭:১১ দুপুর
বেঁচে থাকার
জন্যে হয়ত,
বেঁধে রাখি আশা।
সেই আশার কথা
বলতে গিয়ে,
হারিয়ে ফেলি ভাষা।।
আশার মাঝেই চেয়েছিলাম
একটুখানি সুখ,
হিসেব কিতেব কষে সেদিন
ফিরিয়ে নিলে মুখ।।
তবু আমি দুহাত তুলে
বলি রবের কাছে,
সবকিছুতে সহায় হয়ে
থেকো তাহার পাশে।।
বিষয়: বিবিধ
১৫২৩ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জন্যে আপনাকেও অনেক ধন্যবাদ।
হয় যেন পূর্ণ সকল
মনের যত আশা
চৌধুরী সাহেব পায়গো যেন
সদাই ভালবাসা।
মনের কাছে
বসত করে
একজন খুবি দামী,
নাম না লিখে
লিখে শুধু
প্যারিস থেকে আমি...।
মনের কথা সুন্দর করে ফুটিয়ে দিলেন কলমে
হৃদয়খানা জুড়িয়ে অশ্রু এলো নয়নে
চমৎকার কাব্যিক মন্তব্যের জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।
ফুলেল শুভেচ্ছো ।
দুটোই সুন্দর
হি হি হি,
প্রাথর্না ছাড়া আর কিইবা করার থাকে।
হে দয়াময় কবির মনে
দাওগো শান্তি সুখ
দুনিয়া ও আখেরাতে
রয়না যেন দুখ।
ধন্যবাদ হে কবি।
*************
অনেক কথা ছিলো-
তোমায় বলার,
অনেক পথ ছিলো-
সাথে চলার।
আজ কথা বলি-
ছায়া স্মৃতির সাথে
একা পথ চলি-
ব্যর্থ মন-রথে।
প্রানহীন দেহ নিয়ে-
বেচে আছি
বর্ণহীন ব্যথা নিয়ে-
সুখে থাকি।
সেই পথে আর-
চলি না
মনের কথা আর-
বলি না।
আজ প্রহর গুনি
ভাঙ্গনের শব্দ শুনি
জীবনের সব হারিয়ে-
হলাম শুধুই ঝৃণী।
************
!!! আমি কবি জোবাইর সাহেবের কবিত্ব দেখে
অভিবুত অনেক কিছু শেখার আছে আপনার থেকে বস্.....অসাধারন ফেন হয়ে গেলাম।
লজ্জা লাল হয়ে
হাসছি সারাটা সকাল।
দোয়াতে মনে রাখবেন, ভালো থাকবেন সব সময়।
মন্তব্য করতে লগইন করুন