"প্রদীপ হাতে"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ৩১ জানুয়ারি, ২০১৪, ০৫:৪৯:৩৫ বিকাল
আমি যদি
লিখতে পারতাম
তোমার মত করে,
ভালো লাগায়
বুক ভাসিয়ে
পরান যেত ভরে।।
আমি যদি
হতে পারতাম
তোমার মত ভালো,
প্রদীপ হাতে
হতাম আমি
অন্ধকারের আলো।।
ব্লগের সকল প্রিয় ব্লগারদের প্রতি :-
যাঁদের লেখনি আমাকে আনন্দ দেয়, দেয় ভাললাগার সুখানুভুতি।
বিষয়: বিবিধ
৩০২৫ বার পঠিত, ৪৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হতে পারতাম
তোমার মত ভালো,
প্রদীপ হাতে
হতাম আমি
অন্ধকারের আলো।।
চমৎকার হয়েছে । সামনে আরো এত সুন্দর সুন্দর লেখা চাই।
লিখতে পারতাম
তোমার মত করে,
ভালো লাগায়
বুক ভাসিয়ে
পরান যেত ভরে।।
ইনশাআল্লাহ। ধন্যবাদ শিশির ভেজা ভোর আপনাকে।
মশাই মশাইরে,
আমার ভান্ডারে কিছুই নেই।
হাচা কচ্ছি ভাই। যদি কোনদিন লিখি তাহলে আপনারে পাঠিয়ে দেবো। সে পর্যন্ত ভালো থাকুননননন, প্লিজজজ। ধন্যবাদ আপনাকে।
এমন ভাবে কেউ বলেনিতো আগে।
অসংখ্য ধন্যবাদ শাহীন আপনাকে। প্রেরণার সাথী হয়ে রইলেন।
আমি যদি দিতে পারতাম আলো
চলে যেত পৃথিবির সব কালো
সূর্যের পাশেই থাকি আমি
কিন্তু রাখতে পারিনি
রাখার জায়গা নেই বলে
সব আলো যায় চলে
লিখেন ভালো
আমার চেয়ে বেশী,
ভোট হয়ে যাক
জিতুন আপনি
তবেই হবো খুশী।
আপনার খুশি চাইনা আমি
আমার খুশি চাই
আমি খুশি হব তখন
আপনি জিতলে ভাই।
দুজনেরই কাব্যিক মন্তব্য অসাধারণ!!
@ জোবাইর চৌধুরী & প্যারিস থেকে আমি
ভালো লাগায় পাঠকের মনে লাগিয়ে গেল রেশ
এমন করে আমিও যদি
লিখতে পারতাম কাব্য
জাতি আমার আগেই হতো
আরো অনেক ভব্য।
ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা।
কবি ভাই
আরো চাই আরো চাই
ভালো লাগা জানাই
কবি বলে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই।
কদম ফুলের শুভেচ্ছা রইল।
ধন্যবাদ আপনাকে। প্রেরণার সাথী হয়ে রইলেন।
মন্তব্য করতে লগইন করুন