"স্বপ্নের সিঁড়ি"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ১৭ জানুয়ারি, ২০১৪, ০৩:০২:০১ রাত
স্বপ্নের সিঁড়ি বেয়ে
যত বারই উঠি,
কেবলি হয়েছে মনে
আজ যেন ছুটি।।
ইচ্ছের বায়নারা
এলোমেলো পথহারা,
নিয়ে আসে
ঝুড়ি ভরে
স্বপ্নের চাঁদ তারা।।
স্বপ্নের স্মৃতিগুলো
হোক যত আগোছালো,
ভাবতেই কেন জানি
কেবলি লাগায় ভালো।।
বিষয়: বিবিধ
১৭৫১ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
স্বপ্নরা তাই জাগে জীবন মেলায়।
চমত্কার।
করোনা অমান্য
রবের কথা কখনো
পূর্ণতা পাবে সব স্বপ্ন
যদিও হয় নগন্য
অন্যথায়,
স্বপ্ন শুধু স্বপ্ন
থেকে যাবে অপূর্ণ
সুন্দর হইছে আপনার কবিতা
ধন্যবাদ আপনাকে।
স্বপ্নের ঝিকিমিকি আঁকা যেখানে
এই কবিতাটি মনে পড়লো।
আমার সাথে লেখক কিংবা অন্য কোন বিশেষন যুক্ত করা হলে,দেশের তাবৎ লেখক সমাজের প্রতি নিদারুন অবিচার করা হবে।
হা হা হা।
দোয়া করবেন এবং ভালো থাকবেন সবসময়।
মন্তব্য করতে লগইন করুন