"হারানো রিসতা গুলো"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ২৭ ডিসেম্বর, ২০১৩, ০৮:৩২:১৯ রাত
ভাবনার চাদরে
মেলে দিয়ে মন,
উড়ে উড়ে ঘুরে ঘুরে
খুঁজেছি আপন ।।
দেখা হল অনেকের
জানা হল বেশ,
চাওয়া পাওয়ার দ্বন্ধে
কেটে গেল রেশ ।।
দিন যায় মাস যায়
যায় বয়ে বেলা
রিসতারা হেরে যায়
পেয়ে শত হেলা।।
বিষয়: বিবিধ
১৩৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন