"জোসনার জলে"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ২২ নভেম্বর, ২০১৩, ০৯:৩৪:৪১ রাত
আবার যদি
ফিরে পেতাম
শিশির ভেজা ভোর,
হাত বুলিয়ে
সাঝের বেলায়
ঘুম ভাঙ্গাতাম তোর।।
আবার যদি
ফিরে পেতাম
বৃষ্টি ঝরা রাত,
পরাণ ভরে
নিতাম আমি
বৃষ্টি জলের স্বাদ।।
আবার যদি
ফিরে পেতাম
জড়িয়ে ধরা হাত,
জোসনা জলে
সাঁতার দিয়ে
কাঠিয়ে দিতাম রাত।।
বিষয়: সাহিত্য
১৫৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন