"আকাশের নীল রঙে"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ০১ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৪৪:৪৪ রাত
কষ্টের সাথে
দিয়ে আঁড়ি,
উড়াব আমি
ইচ্ছে ঘুড়ি।
ইচ্ছে করে
ডানায় চড়ে
ঘুরে আসি
তাঁহার বাড়ি।
আকাশ হতে
চেয়ে নিয়ে
আনব খানিক নীল,
মনের সাথে
প্রান জুড়িয়ে
আকঁব স্মৃতির মিল।
সঙ্গে নেবো
নানান রঙের
মিষ্টি মধুর কল্পনা,
উঠোন সারা
আঁকিয়ে দেবো
হরেক রঙের আলপনা।
বিষয়: বিবিধ
২০০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন