"জীবন নদী"

লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ২৯ জুলাই, ২০১৩, ০৪:৪২:৫৮ রাত

হারিয়ে গেছে অনেক কিছু

চলার পথে উচু নিচু,

জন্ম থেকে আজ অবধি

চলছে বয়ে জীবন নদী।

Good Luck Rose Good Luck

চলছে সেতো চলছেই

ভাটির টানে ছুটছেই,

হঠাৎ করে,

কে যেন আজ ---

সুধায় মোরে দিয়ে ডাক,

এই যে শুনো...।

ক্লান্ত দেহে, যাচ্ছ কোথায়?

জিরাও একটু বসে সেথায়,

মুচকি হেসে জীবন বলে

এভাবে কি আর

সংসার চলে?

Rose Good Luck Rose

জমি নেই, জমা নেই

নেইতো বুঝি কেউ,

বুঝতে পেরে, সবাই মোরে

এডিয়ে চলার বায়না ধরে।

Good Luck Rose Good Luck

তখন আমার মুচকি হাসা

হাসতে থাকি একা একা,

ভাবছি বসে নিরবধি

এটাই বুঝি, জীবন নদী।

Rose Good Luck Rose

বিষয়: বিবিধ

২২৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File