"বৃষ্টি কান্না"

লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ১৮ জুন, ২০১৩, ১২:০৮:৪৮ রাত

কান্না এসেছিল সেদিন

বৃষ্টির আদলে,

স্বপ্নেও ভাবিনি

যাবে তুমি বদলে।

Rose Good Luck Rose

তোমারই দেওয়া সব

অযত্ন আর অবহেলা,

রেখেছি সঙ্গোপনে

হয়নি তো আজো বলা।

Good Luck Rose Good Luck

আজ যখন শুনতে পাই

তুমি খুব সুখে নাই,

কোথা আমি খুশী হব !!!

উল্টো -

কান্নাতে বৃষ্টি ঝরাই।

Rose Good Luck Rose

হৃদয়ের গহীনে

পুড়ে মরি বিহনে,

ইচ্ছেরা বলে এসে

চল মোরা ছুটে যাই

বলে আসি তাকে

এখনো ভালবাসি তোমায়।

Rose Rose Rose

বিষয়: বিবিধ

১৯০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File