"মানুষ পোড়া গন্ধ"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ০২ জুন, ২০১৩, ০৩:১৬:৫৯ রাত
হওয়ার ছিল সোনার বাংলা
স্বপ্ন দিয়ে আঁকা,
বদ রাজনীতির ফাঁদে পড়ে
সবি হল ফাঁকা।
সোনার বাংলায় সোনা নেই
আছে কথার ফুলঝুরি,
সাধু বেশে করে সবাই
ডাকাতি আর চুরি।
দেশটা আমার শ্মশান হল
মানুষ পোড়া গন্ধে,
আমরা সবাই দিশেহারা
দুই দলের দ্বন্ধে।
স্বপ্ন দেখে চমকে উঠি
ভোর গড়িয়ে সকাল,
ধীরে ধীরে বুঝতে পারছি
এইতো মরার বাকশাল।
বিষয়: বিবিধ
১৪৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন