৫ ই মে ২০১৩.... নতুন ইতিহাসের পথে বাংলাদেশ ...!!!
লিখেছেন লিখেছেন জুয়েল ঢাকা ০২ মে, ২০১৩, ০৩:৪৪:২০ দুপুর
আগামী ৫ তারিখের পর থেকে বাংলাদেশে নতুনভাবে ইতিহাস রচিত হবে।
কী হবে জানেন??? কিছুটা বলি, .......
ু
ঢাকা অবরোধের প্রতিটি পয়েন্টে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতা কর্মীরা মাইলের পর মাইল প্রধান সড়কে স্থায়ী অবস্থান নিবে..... সেভাবেই সকলকে বাড়ি থেকে প্রস্থুতি ও শহীদ হওয়ার তামান্না নিয়ে ঈমানের চেতনায় উদ্বেলিত হয়ে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসতে সারাদেশের লাখ লাখ নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে .....
কারণ ৬ ই এপ্রিল. লাখো মানুষ ঢাকা ত্যাগ করলেও ঐটা ছিল নাস্তিকদের ও সরকারের জন্য শেষ অসহনিয় সংকেত .....
কিন্তু আগামী ৫ ই মে থেকে হবে এদেশে ইসলাম কে টিকিয়ে রাখার শেষ যুদ্ধ.....
"সুচ এর মধ্য দিয়ে উট চলে যেতে পারে...
.কিন্তু আওয়ামী লীগ ১৩ দফা কখনোই মানবেনা...মানবেনা...
রাজপথে ঐ অবস্থান ১ দিন অথবা ১ সপ্তাহজুড়ে অথবা টানা ১ মাসজুড়ে অথবা বছরজুড়ে স্থায়ী হতে পারে......মোট কথা ঈমানের দাবী আমাদের ১৩ দফা দাবী যতক্ষন পূরন না হচ্ছে ঠিক ততদিন. একটানা রাজপথে অবস্থান ও অবরোধ কর্মসূচী চলবে......
একটা দাবী অপুর্নতা থাকলে সেটা পূরন না হওয়া পর্যন্ত. রাজপথে শান্তিপূর্ণ অবস্থান চলবে...চলবে....।।।।
আর সামান্যতম বাধা দেওয়া হলে প্রতুত্তরে সেখানেই হবে বাতিলের সাথে চূড়ান্ত প্রতিরোধ. ✔✔✔
সামনে কি হবে না হবে, কোথায় খাবো সেটা নিয়ে কারোরই তেমন মাথা ঘামাননি নাই ....জানি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ঘর থেকে বের হয়েছি ......
ইনশাআল্লাহ যতদিন দাবী আদায় না হচ্ছে ততোদিনে তিনিই আমাদের সকল দিক থেকেই সাহায্য করবেন....।
ঢাকাসহ
সারাদেশ থেকে সকল মুজাহিদ তাবলীগের মত কাধেঁ ব্যাগে করে তার প্রয়োজনীয় সকল কিছু নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এই আন্দোলনের কাফেলায় যোগ দিবে.....
>>>>> পুলিশের বন্দুক, রায়ট কার, কাঁদুনে গ্যাস কিংবা সরকারি ক্যাডারদের ভারী ভারী অস্ত্র থাকতে পারে বাধা দিতে পারে....
কিন্তু সবাই যে শেষ বিদায় নিয়ে এসেছে ......কয়জনকে প্রতিরোধ করতে পারবে, কয়টা লাশ ফেলতে পারবে???
মিসরের হুসনি মুবারক ও দাবী মেনে নিতে চায়নি...রাজধানী কায়রোর ঐতিহাসিক "তাহরীর স্কয়ারে " লাখো মানুষ যে তীব্র আন্দোলনের বিস্ফোরণ করেছিল সেটাই হুসনি মুবারাক কে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল ....ঠিক তেমনই নাস্তিক্যবা দ হাসিনা আওয়ামী সরকার ও ১৩ দফা দাবী কখনোই মেনে নিবেনা
সুতরাং ঐ একই পথ ধরে রাজধানী ঢাকার প্রতিটি প্রান্তর হতে চলেছে এক একটি "তাহরীর স্কয়ার "...।।।
সাবধান নাস্তিকদের দোসর সরকারের একটা চ্যালা ও যাতে পালাতে না পারে সেদিকে জোর নজর রাখতে হবে.....।।।
" দিনে দিনে বাড়িয়াছে দেনা
শুধিতে হইবে ঋণ "....
জালিমের পতন ঘটিয়ে সুশাসন কায়েম করে জালিমের কারাগার থেকে জাতির সুর্য সন্তানদের সম্মানের সাথে মুক্ত করা হবে ইনশাআল্লাহ.।।। আর সেই সাথে ইসলাম বিরোধী সকল শক্তির গণকবর রচিত হবে....,,,,
আগামী ৫ তারিখের শুরু হওয়া আন্দোলন কে জীবনের শেষ আন্দোলন ভেবে চুড়ান্ত প্রস্থুতি নিয়ে নিন.....
১৩ দফা দাবী আদায়ের ঈমানী আন্দোলনে দাবী আদায় না হওয়া পর্যন্ত আল্লাহ আমাদের সাথে আছেন ......নো প্রবলেম।।।।।
,,,,,,
বিষয়: বিবিধ
৩৭২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন