"সংবিধান, ইসলাম. ও মুক্তিযুদ্ধ "!!!!!
লিখেছেন লিখেছেন জুয়েল ঢাকা ০৭ এপ্রিল, ২০১৩, ০৫:৫৭:৪৯ বিকাল
সরকার আর বাম সাইডের কুবুদ্ধিজীবিরা বলতেছে......
"এই সমস্ত সাম্প্রদায়িক জংগীদের সমাবেশেঃ
পাবলিক যদি ৫০ কোটিও হয় তারপর ও তাদের এই দাবি মানা সম্ভব না,
যদি ......সেইসব. দাবি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়।।।।সংবিধান বিরোধিতা করেছে হেফাজতে ইসলাম।।। তারা সবাই লাষ্টদ্রোহী!!!!
আমাদের কথা -,,,,,,,,আরে ভাই সংবিধানে ভেজাল আছে দেইখাই তো আন্দোলনে নামছি।।
////আচ্ছা বুঝলাম......
আমরা সংবিধানের সিইরাম অপমান কইরা ফালাইছি .....
তা মিয়াভাই
তা ১৯৭১ সালে পুর্ব পাকিস্তানের (বাংলাদেশের) কোন সংবিধান আছিলো??
,,''পাকিস্তান সরকারের সংবিধান,,, ''''
ও আইচ্ছা বুঝছি.....তাইলে
✔✔✔✔১৯৭১ সালে আপনাগো দাবি যখন পাকিস্তান সরকার মানে নাই আপনারা কি করছিলেন,???
....দীর্ঘ নয়মাস এই জাতি দাবি না মানা পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করছে।
ব্র্যাভো,,,,,
### উইসময় মুক্তিযোদ্ধারা কি পাকিস্তানের সংবিধান মাইন্যা যুদ্ধ করছিলো??
###পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র দিয়া যুদ্ধ করা কি রাষ্ট্রদ্রোহিতা ছিলনা??
"" দেশ সাধীনের নামে ১৯৭১ সালে যদি সংবিধান কে পুরাপুরি অস্বীকার করা জায়েজ হয় তাহলে আজ ২০১৩ সালে ইসলামের রক্ষা ও তার বাস্তবায়নের জন্য যদি সংবিধানের বিরোধিতা হয় সেইটা জায়েজ হইবেনা কেনো????
আর দাবি না মানলে যে কি করা লাগে হেইডা ও ১৯৭১ সালের চেতনার থিকা শিখছি!!!
ইসলামী চেতনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যুদ্ধ, বিপ্লব, মহাযুদ্ধ যা করা লাগে তার সবই করা হবে।
ইনশাল্লাহ।।।
বিষয়: বিবিধ
১১৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন