রুপকথার গল্প নয় সত্যি!!! ২০২৮ সালের একটা বাস্তব ঘটনা বলছি আপনাদের!!!!

লিখেছেন লিখেছেন জুয়েল ঢাকা ০৪ এপ্রিল, ২০১৩, ০৬:৩৩:৪২ সকাল

২০২৮ সাল।

বাংলদেশ জামায়াত ইসলামী সবে মাত্র ক্ষমতায় এসেছে৷

প্রধান বিরোধী দল বিএনপি।

কিন্তু পুরো দেশ তন্ন তন্ন করে খুজেঁ বেরিয়েও আওয়ামী লীগের হাইব্রিড নেতাতো দুরের কথা একটা পুচকা সমর্থক ও খুইজা পাওয়া গেলনা৷ আর বামপন্থী গো গপ্পো নাহয় বাদই দিলাম৷

ততকালীন শিবিরকর্মীরা ও নেতারা চিন্তায় পরে গেলেন কী ব্যাপার ২০০৮ -২০১৪ পর্যন্ত যারা আওয়ামী লীগের নীতিনির্ধারক ছিলো তারাতো ৯০% ই মারা গেছে। বাট তাদের নেতাকর্মীরা সব গেলো কই???

ঠিক তখনই. ২০০৮ সালের ছাত্রশিবিরের যোগ দেওয়া একটা ছেলে বর্তমানে (২০২৮ সালে) জামায়াতের অনেক বড় নেতা সে বললো ১৯৭১ -২০১৩ সালের. মধ্যে ৪২ বছরের ব্যবধান হওয়া সত্ত্বেও আওয়ামী লীগেরা শিবিরের প্রত্যেকটা সদস্যকে যেভাবেই পারতো সেভাবেই নীপিড়ন অত্যাচার মামলা করতো আর আমাদের. নামের আগে একটা লকব. দিয়েছিল সেটা হলো "রাজাকার "

যদিও. ততকালীন (২০০৮-২০১৩) শিবিরের ছেলেরা ১৯৭১ এর বহুত পরে জন্মগ্রহণ করেছে।

কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগ কী বিলুপ্ত হয়ে গেলো???

পরে সারা দেশে তদন্ত কমিটি গঠন করা হলো।

তদন্ত করে জানা গেলো ততকালীন সময়ে যারা আওয়ামী লীগের. সাপোর্ট করতো তারা বেশিরভাগ ইসলামের ছায়াতলে চলে এসেছে আর. আওয়ামী নেতারা সব সীমান্ত দিয়ে তাদের পুর্বপুরুষের দেশ ইন্ডিয়া চলে গেছে।

গভীর তদন্ত করে আরোও. জানা গেলো শিবিরকর্মীরা ৭১ না দেখেও তারা হয়েছিল দেশদ্রোহী আর রাজাকার!!!

কিন্তু আওয়ামী যেইসব নেতারা আজ (২০২৮)দেশ ছাইড়া পলাইয়া গেছে তারা কিন্তু ততকালীন ছত্রাকলীগের নামকরা ক্যাডার আছিলো।

তারাই কিন্ত ২৮ অক্টোবরের অ্যাক্টিভিস্ট!!

তারাই কিন্তুু ২৮ শে ফেব্রুয়ারির ১৮০ জন মুসলমানদের হত্যাকারী

যারা পালিয়েছে,

তারাই. কিন্ত প্রিয় মাসুদ বিন হাবীব,নোমানী সহ অজস্র ইসলামপন্থী ভাইয়ের হত্যাকারী।

তারাই কিন্তু শাহবাগের নাস্তিকতার জাগরণের মূল. হোতা

তারাই কিন্ত

ু বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী আন্দোলনের প্রবাদপুরুষ দেরকে জাতির কাছে মিথ্যাচার করে কলংকিত করেছিলো।

যেহেতু তারা ১৫ বছর আগে হাজার হাজার লাখ লাখ অপকর্মের প্রধান আসামি

@@@✔✔✔আরো বড় কথা যেহেতু বাংলাদেশে আজ শরিয়াহ আইন চালু হয়ে গ্যাছে তাই তারা নিজ নিজ কল্লা গুলোর হেফাজত করার জন্যই জীবন বাজী রেখে বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে যেতে সক্ষম হয় কারনটা হলো তারা ভালো করেই জানে তাদের অতীতের ইতিহাস সাক্ষীঃ তারা যা যা অপকর্ম করছিলো ইসলামী আইনে বিচার করলে আওয়ামী নামের নেতাগো একটারর কল্লা থাকবোনা!!!!

অবশ্য ইন্ডিয়াকে কানের লতি ধইরা উঠাইতে আর বসাইতে ইতিমধ্যেই যথেষ্ট সক্ষমতা অর্জন করছে আমার প্রিয়. বাংলদেশ কারন. ক্ষমতার. মসনদে আজ তাদেরই যম" অল টাইম বস বাংলদেশ জামায়াত ইসলামী "

সো খুনীদের ফেরত দেয়ার ১ মাসের সময়সীমা দিয়ে দেওয়া হলো ভারতকে!!!

নইলে সন্ত্রাস দমনে INDIA ATTACK. করতে বাধ্য. হবে ইসলামী প্রজাতন্ত্রের বাংলদেশ সরকার। ।।

(২০২৮ সালে ছায়া অবলম্বনে) নির্মিত্

" Shahadat HOSSAIN Dhaka"

"ইনশাআল্লাহ "

বিষয়: বিবিধ

২৬৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File