আমার দেখা সাহসী বাম রাজনীতি
লিখেছেন লিখেছেন ভাইরাস ২২ জুলাই, ২০১৩, ০৯:১৯:০৮ রাত
কমরেড নাম শুনলেই একসময় নাক সিটকাটাম। কারণ এর সাথে কোমড শব্দটার বেশ মিল আছে। ধীরে ধীরে আমার চেতনা ভাঙলে বুঝতে পারলাম এরা সারা বিশ্বের সবচেয়ে সাহসী রাজনীতিক দল। আর যারা সাহসের চরম শিখরে পৌছান তাদেরকে কমরেড দিয়ে সম্মানিত করা হয়।
বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্নদেশে বামরা রাজনীতি করছে। তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় হলেও তারা বিশ্বাস করে এবং দাবী করে তাদের চাহিদা আছে রাজনীতিতে। আর তাদের বিশ্বাসের এই মূলে আছে পৃথিবীজুড়ে তাদের নিয়ন্ত্রিত মিডিয়া। প্রতিটি দেশে বামরা মানুষের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করে। বাংলাদেশের বামদলগুলোও বাইরের দেশের চেয়ে ব্যতিক্রম নয়। তাদের সাহসের কিছু নজীর যা আমার দৃষ্টিতে এসেছে তা উল্লেখ করছিঃ
১। যুদ্ধাপরাধীর বিচার নিয়ে তারা একবার হরতাল দিয়েছিল। প্রচলিত হরতালে সাধারণত ভাঙচুরের মাধ্যমে শুরু হয়। কিন্তু এরা হরতাল সফল করেছিল গিটার নিয়ে। ঠিক এর পরে যে হরতাল দিয়েছিল তেল, গ্যাস নিয়ে তা গিটার নিয়ে শুরু করলেও সে গিটার একটাও তাদের বাসায় গিয়েছিল কিনা তা সন্দেহ।
২। আবার এই বিচার নিয়ে শাহবাগে শুরু হল মঞ্চ। সেই মঞ্চে শিবির আসছে শুনে কয়েকজন গরম কড়াইতে ঝাপিয়ে পড়েছিল।
সত্যিই বামরা অঅঅঅঅঅনেক সাহসী।
বিষয়: বিবিধ
১৩৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন